বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে ‘শিক্ষানবিশ লাইনম্যান ৭৬৪ (সাতশত চৌষট্টি) পদে লোকবল নিয়োগের নিমিত্তে ৬ জানুয়ারী ২০২৫খ্রি. স্মারক নং- ২৭.১২.০০০০.১১০.৫১.০১২.২৫.৪৪ বলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সারাদেশের ৬৪টি পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৬ জানুয়ারী ২০২৫খ্রি. সকাল ৯টা সময় বেঁধে দেওয়া হয়। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তির ৬ নম্বর শর্তাবলী অনুযায়ী প্রার্থীদের কেবল লিখিত (এমসিকিউ) পরীক্ষায় অংশগ্রহনের নির্দেশনা দেওয়া হয়। ১৯ ফেব্রুয়ারী ২০২৫ খ্রি. স্মারক নং-২৭.১২.০০০০.১১০.৫১.০১২.২৪.৪৩৬ বলে প্রকাশিত নোটিশের মাধ্যমে ‘শিক্ষানবিশ লাইনম্যান” পদে নিয়োগের লক্ষ্যে লিখিত (এমসিকিউ) পরীক্ষার তারিখ, সময়, পরীক্ষার ধরন, পদের নাম, রোল রেঞ্জ এবং পরীক্ষার কেন্দ্র সমূহ উল্লেখ করা হয়। উক্ত নোটিশে দেখা যায় ঢাকার ৬টি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১৩১১জন। লিখিত (এমসিকিউ) পরীক্ষায় অংশগ্রহনকারীদের মধ্যে পরীক্ষার ধার্য তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ স্মারক নং- ২৭.১২.০০০০.১১০.৫১.০১২.২৪.৫১৮ বলে অপরাহ্নে প্রকাশিত হাসিনা বেগম পরিচালক (প্রশাসন) পবিস মানব সম্পদ পরিদপ্তর ও কামরুজ্জামান-সহকারী পরিচালক এর যৌথ স্বাক্ষরিত নোটিশে ২৪৭৪ (দুই হাজার চারশত চুয়াত্তর) জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। নুর মোহাম্মদ-সহকারী প্রোগ্রামার ও ফরহাদ হোসেন-প্রোগ্রামার এর যৌথ স্বাক্ষরিত পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাসে পল্লী বিদ্যুৎ সমিতি ভিত্তিক প্রাথমিকভাবে নির্বাচিত লিখিত (এমসিকিউ) পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখ থাকলেও ফলাফল সীটে জেলা ভিত্তিক লিখিত (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণদের সংখ্যা উল্ল্যেখ করা হয় নাই। জেলা কোটা অনুসরণ করে এক জেলার প্রার্থী অন্য জেলায় নিয়োগ দেওয়া হবে কি-না তা নিয়োগের শর্তাবলীতে উল্লেখ নাই। উক্ত ১১ পাতার ফলাফল সীটে উল্লেখিত কর্মকর্তা ব্যতীত আরো পাঁচজন কর্মকর্তার স্বাক্ষরে ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলের ১ম পাতায় হাসিনা বেগম ও কামরুজ্জামান স্বাক্ষরিত নোটিশে কী ধরণের পরীক্ষা গ্ৰহণ করা হবে তা উল্লেখ করা হয় নাই। উক্ত নোটিশে শুধু পরবর্তী পরীক্ষার তারিখ, সময় ও স্থান উল্লেখ করা হয়েছে যার ফলে হতাশায় ভুগছেন সারাদেশের চাকুরী প্রার্থীরা। চাকুরী প্রার্থীরা দ্বিধা দ্বন্দ্বে আছেন যে, তারা কোন পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। তারা মনে করছেন এই নিয়োগ প্রক্রিয়া ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চলছে। এ বিষয়ে জানতে হাসিনা বেগম-পরিচালক (প্রশাসন) মানব সম্পদ পরিদপ্তর, মোহাম্মদ আনোয়ার হোসেন-নির্বাহী পরিচালক, আহসানুর রহমান হাসিব-সদস্য (প্রশাসন), হালিমুজ্জামান-পরিচালক (প্রশাসন) মনিটরিং ও ব্যবস্থাপনা এর নিকট একাধিকবার কল দেওয়া হলেও কেউ কল রিসিভ করেননি। এমনকি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান সাহেব, নির্বাহী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন ও পরিচালক (প্রশাসন) হাসিনা বেগমের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও কোন রেসপন্স পাওয়া যায়নি। গত ৭ নভেম্বর ২০২৪খ্রি. স্মারক নং ২৭.১২,০০০০,০২৫.১১.১৮৩.২৩.৭২৯ বলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী অনুযায়ী নিয়োগ কার্যক্রম পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নোটিশবোর্ড গোচরীভূত হয় এবং পরিলক্ষিত হয় যে, নিয়োগের শর্তাবলী অনুযায়ী “শিক্ষানবিশ লাইনম্যান পদে শুধুমাত্র মৌখিক পরীক্ষাই অবশিষ্ট থাকবে। নিয়োগের শর্তাবলী অনুযায়ী কোন বাছাই বা প্রিলিমিনারি পরীক্ষার কথা নেই। কিন্তু মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ (বালক শাখা) ভেন্যুতে শিরোনাম বিহীন পরীক্ষা আগামী ১৪ মার্চ ২০২৫খ্রি. অধরাই থেকে যায়।
সংবাদ শিরোনাম ::
লাইনম্যান নিয়োগ নোটিশে অস্পষ্টতা , হতাশায় চাকুরী প্রার্থীরা
-
স্টাফ রিপোর্টার :
- আপডেট সময় ১১:২৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
- ৬৪৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ