ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শরীয়তপুর জাজিরা কামরুলের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন  জ্ঞানভিত্তিক অর্থনীতির এই যুগে মেধাস্বত্ব একটি শক্তিশালী হাতিয়ার -বেরোবি উপাচার্য কুবিতে ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত জামালপুরে ১৭ শিক্ষার্থী বহিষ্কার, ৮ শিক্ষককে অব্যাহতি বগুড়া ডাকাত চক্রের ৫ সদস্য আটক নরসিংদী বাজারে মাছ কেটে সংসার চালায় শতাধিক পরিবার নার্সিং ডিপ্লোমাকে স্নাতক সমমান করার দাবিতে ঠাকুরগাঁওয়ের বিক্ষোভ সমাবেশ কৃষি প্রণোদনা ও কৃষিঋণ বিতরণ সহজীকরণের দাবি বোরহানউদ্দিনে গ্যাস ট্যাবলেট প্রয়োগে খামারির মাছ নিধন লালমনিহাটের পাটগ্রামে টানা রেলপথ অবরোধের পাশাপাশি সড়কপথ অবরোধের ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সম্মুখভাগ যেন ময়লার ভাগাড়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনের দৃশ্য দেখলে মনে হয়, এটি যেন একটি ময়লার ভাগাড়। রাস্তার বেহাল দশা, জমে থাকা পানির দুর্গন্ধ, আর অপরিচ্ছন্ন পরিবেশের কারণে শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের সামনে থাকা রাস্তাটির পাশে নেই কোনো ফুটপাত, ফলে পথচারীদের চলাচল অত্যন্ত দুর্ভোগপূর্ণ। সেই সঙ্গে, পানি নিষ্কাশনের জন্য কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। সেই পানিতে ময়লা-আবর্জনার স্তূপ জমে গিয়ে রাস্তার পরিবেশ আরও দূষিত হয়ে উঠছে। দুর্গন্ধযুক্ত এই স্থির পানিতে এডিস মশাসহ বিভিন্ন রোগজীবাণু জন্ম নিচ্ছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করছে না বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে চাইলে ইংরেজি বিভাগের শিক্ষার্থী হালিমা খাতুন কেয়া বলেন, “এমন অস্বাস্থ্যকর পরিবেশ আমাদের জন্য হুমকিস্বরূপ। এটি রোধ করা আমাদের সকলের দায়িত্ব। একটি বিশ্ববিদ্যালয়ের সামনে এমন পরিবেশ কখনোই কাম্য নয়। তাই একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি এই সমস্যার দ্রুত প্রতিকার চাই।”

রসায়ন বিভাগের শিক্ষার্থী মোস্তফা রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা সবসময় জলাবদ্ধ থাকে, যা আশপাশের পরিবেশ দূষিত করছে। এই জমে থাকা পানিতে মশা-মাছিসহ বিভিন্ন ক্ষতিকর জীবাণুর বিস্তার হচ্ছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। প্রশাসনের উচিত দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।”

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, “একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সামনে এমন অস্বাস্থ্যকর পরিবেশ বাংলাদেশে বিরল। আমরা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানালেও তারা কর্ণপাত করেনি। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনা ও অদক্ষতার পরিচয় বহন করে। সড়ক বিভাগও সমানভাবে দায়ী, কারণ তারা শিক্ষার্থীদের সুস্থ পরিবেশ নিশ্চিতে কোনো ভূমিকা রাখছে না।”

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে কি না, তা এখন দেখার বিষয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুর জাজিরা কামরুলের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন 

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সম্মুখভাগ যেন ময়লার ভাগাড়

আপডেট সময় ১২:০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনের দৃশ্য দেখলে মনে হয়, এটি যেন একটি ময়লার ভাগাড়। রাস্তার বেহাল দশা, জমে থাকা পানির দুর্গন্ধ, আর অপরিচ্ছন্ন পরিবেশের কারণে শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের সামনে থাকা রাস্তাটির পাশে নেই কোনো ফুটপাত, ফলে পথচারীদের চলাচল অত্যন্ত দুর্ভোগপূর্ণ। সেই সঙ্গে, পানি নিষ্কাশনের জন্য কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। সেই পানিতে ময়লা-আবর্জনার স্তূপ জমে গিয়ে রাস্তার পরিবেশ আরও দূষিত হয়ে উঠছে। দুর্গন্ধযুক্ত এই স্থির পানিতে এডিস মশাসহ বিভিন্ন রোগজীবাণু জন্ম নিচ্ছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করছে না বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে চাইলে ইংরেজি বিভাগের শিক্ষার্থী হালিমা খাতুন কেয়া বলেন, “এমন অস্বাস্থ্যকর পরিবেশ আমাদের জন্য হুমকিস্বরূপ। এটি রোধ করা আমাদের সকলের দায়িত্ব। একটি বিশ্ববিদ্যালয়ের সামনে এমন পরিবেশ কখনোই কাম্য নয়। তাই একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি এই সমস্যার দ্রুত প্রতিকার চাই।”

রসায়ন বিভাগের শিক্ষার্থী মোস্তফা রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা সবসময় জলাবদ্ধ থাকে, যা আশপাশের পরিবেশ দূষিত করছে। এই জমে থাকা পানিতে মশা-মাছিসহ বিভিন্ন ক্ষতিকর জীবাণুর বিস্তার হচ্ছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। প্রশাসনের উচিত দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।”

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, “একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সামনে এমন অস্বাস্থ্যকর পরিবেশ বাংলাদেশে বিরল। আমরা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানালেও তারা কর্ণপাত করেনি। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনা ও অদক্ষতার পরিচয় বহন করে। সড়ক বিভাগও সমানভাবে দায়ী, কারণ তারা শিক্ষার্থীদের সুস্থ পরিবেশ নিশ্চিতে কোনো ভূমিকা রাখছে না।”

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে কি না, তা এখন দেখার বিষয়।