বাংলা সাহিত্যের প্রতি, বাঙালিদের ভালোবাসা ফুটে উঠে বইমেলার মধ্য দিয়ে। সারা বছরজুড়ে বই পড়া হলেও ক্রয়-বিক্রয় ও বই পড়ার ধুম পড়ে যায় ফেব্রুয়ারি মাসব্যাপী।
এর ধারাবাহিকতায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তরুণ লেখক রবিউল ইসলাম তার প্রথম লেখা বই “অনাথ” প্রকাশ করেছেন।
লেখক রবিউল ইসলাম বলেন, অমর একুশে বই মেলাতে এ বছর বাংলার প্রকৌশনী স্টল নাম্বার ৮২০-৮২১ থাকছে আমার লেখা একটি কাব্যগ্রন্থ অনাথ।
তিনি আরও বলেন, আজ ০১/০২/২০২৫
বিকাল তিনটা থেকে মেলা শুরু হতে যাচ্ছে। অমর একুশে বই মেলাতে শিক্ষক,শিক্ষার্থী বন্ধুগণ ও সকল শ্রেণী পেশার মানুষকে আমার পক্ষ থেকে মেলাতে আসার জন্য আমন্ত্রণ জানাই ।
বই প্রসঙ্গে জিজ্ঞাসা করলে বলেন, এই কাব্যগ্রন্থে একজন অনাথ পথ শিশুর জীবন যে স্বাভাবিক নয় মূলত এটা কেই তুলে ধরা হয়েছে, একজন পথ শিশুর জীবন যেন আমাদের জীবন থেকে অনেকটা পৃথক।
মূলত এমন ঘটনা কে তুলে ধরা হয়েছে। অনাথ বইটি সম্পূর্ণ একটি কবিতার ছায়াবদ্ধ, অনাথ কাব্যগ্রন্থে আমি প্রতিটি লাইন লিখেছি সুরের সাথে যেন
পাঠকের হৃদয়ে সুরের ছন্দে এক জর্জরিত পথ শিশুর জীবন তুলে ধরা যায়।পাঠক যেন, সুর ছন্দের প্রেমের তালে তালে একজন অনাথ অথবা পথ শিশুর প্রতি সহোদয় হয়।
গত বছর সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ও লেখক আব্দুল্লাহ আল মারুফের লেখা ‘বাবা যখন ছোট ছিলেন’ প্রকাশিত হয়েছিল।