মিজোরাম পুলিশের হাতে আটক হলো পাহাড়ি সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এর জন্য আনা অস্ত্রের চালান। পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এর জন্য আনা অস্ত্রের চালান ধরা পড়েছে ভারতের মিজোরামে।উক্ত চালানে একে-৪৭, মার্কিন এম-১৬ ও জার্মানীর জি-৩ রাইফেল এবং প্রায় ১০,০০০ রাউন্ড তাঁজা গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের সহিংসতা সৃষ্টি করে একটি আলাদা খৃষ্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র অনেকদিনের। এর পিছে আমাদের প্রতিবেশী দেশের পাশাপাশি বিশ্বের তাবড়-তাবড় দেশের গোয়েন্দা সংস্থা জড়িত।পাহাড়ি অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য পাহাড়ি জনগোষ্ঠীদের মধ্যে একতা না থাকলে ভবিষ্যতে ভয়াবহ কি ঘটার আশংকা রয়েছে। সম্প্রতি ঢাকায় সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে তথাকথিত বামপন্থী দলগুলো পাহাড় থেকে সেনাক্যাম্প প্রত্যাহারের দাবী জানাচ্ছে যা আদতে দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার সমান। এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া জরুরি হয়ে পরেছে। দেশে অন্তরবর্তিকালিন সরকার শাসন ভার নেয়ার পর হতে আইনশৃঙ্খলা পরিস্থিতি তীব্র অবনতির দিকে ধাবিত হচ্ছে বলে সেখানকার জনগণ মত প্রকাশ করছেন। তাদের মধ্যে দেশের আইনের প্রতি অনাস্থা ভাব রেখেই অনেকে বলছেন আমাদের দেশীয় নিউজ মিডিয়াগুলোও এই বিষয় নিয়ে কোন নিউজ করছে না যা সত্যিকার অর্থে অত্যন্ত পরিতাপের বিষয়।
পাহাড়ি সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এর অস্ত্রের চালান আটক
-
হামিদুল খান সুমন
- আপডেট সময় ০৮:১০:০২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
- ৫৪৮ বার পড়া হয়েছে