ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চকরিয়া থানার ওসি মনজুর কাদেরসহ ৪ পুলিশের বিরুদ্ধে মামলা। পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে ৬ টি দোকান পুড়ে ভস্মিভূত, ক্ষতি অর্ধ কোটি টাকা এসআই কামাল প্রত্যাহার হলেও এএসআই তানভীর বহাল তবিয়তে গোলাম হোসেনের নেতৃত্বে চলছে বুঙ্গার ব্যবসা বৈষম্য বিরোধীর পক্ষ থেকে সংবর্ধনা গাজীপুরে দিন দিন কমছে বনভূমি-জলাশয়,বাড়ছে দখলকারী কবিরহাটের অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়েছে প্রশাসন জাফলংয়ে জুম পাড় কেটে পাথর উত্তোলন, হুমকিতে বল্লাঘাট মন্দির ও ফসলি জমি মিঠাপুকুরে ওয়ার্ল্ডভিশণ কতৃক শিক্ষাসামগ্রী বিতরণ দিশেহারা ইটভাটার মালিকেরা বড় ধরনের ক্ষতির মুখোমুখি ক্রেতা শূন্য ইটভাটা নাগেশ্বরীর কচাকাটা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য এম্বুলেন্স প্রধান

লালমনিরহাটের কৃষকেরা তামাক চাষে ঝুঁকছেন

  • একরামুল হক
  • আপডেট সময় ০৫:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ৫১৭ বার পড়া হয়েছে

লালমনিরহাট জেলায় বিগত বছরের তুলনায় চলতি মৌসুমে, আবাদি জমিতে তামাক চাষ বৃদ্ধি পেয়েছে প্রায় ৬০ শতাংশ। অন্যান্য ফসলের তুলনায় তামাক চাষে লাভ বেশি-তাই কৃষি বিভাগের তামাক চাষ নিরুৎসাহিতকরণ কর্মসূচীতে সারা দিচ্ছেন না কৃষকেরা।

“বিষপাতা” হিসেবে পরিচিত তামাকের চাষ- দিন দিন যেনো বড়েই চলছে উত্তরের জেলা লালমনিরহাটে। জেলার ভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, যেসব আবাদি জমিতে একসময় ধান, গম, ভুট্টা, আলুসহ বিভিন্ন আগাম জাতের সবজী চাষ করা হতো, সেসব জমিতে এখন তামাক চাষ হচ্ছে। তামাকজাত কোম্পানির নানা প্রলোভনে ও অধিক মুনাফার আশায়, তামাক চাষে আগ্রহী হয়ে উঠছেন এ অঞ্চলের কৃষকেরা।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মো: সাইখুল আরিফিন বলেন, জেলায় গতবছর ৯ হাজার ৮ শত ৬৫ হেক্টরের বেশি জমিতে তামাক চাষ হয়েছে । আর এ বছর তা বেড় দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৭ হেক্টর জমিতে। এর কারন তামাক চাষ নিষিদ্ধ না। তামাক ক্রয় কারি প্রতিষ্ঠানগুলো লিমিটেড কোম্পানি তাই তারা কৃষকদের আগাম দর দিয়ে কৃষকদের উৎসাহিত করে এবং আগাম ঋণ/সার এর ব্যবস্থা করে দেয় তাই কৃষকরা উৎসাহিত হয়ে এই চাষ করতে আগ্রহী হয়।
তামাক চাষ বৃদ্ধির কারণে কেবল আবাদি জমিই কমছে না পাশাপাশি বাড়ছে এই ফসলের সঙ্গে জড়িত কৃষক এবং তাদের পরিবারের স্বাস্থ্যঝুঁকি।

লালমনিরহাট জেলার ৫টি উপজেলা ছাড়াও তিস্তা নদীর প্রত্যন্ত চরাঞ্চলেও চাষ হচ্ছে বিষপাতা-তামাক। তাই তামাক চাষ সীমিত পর্যায়ে নিয়ে আসতে, সরকারকে নতুন করে কার্যকারী পদক্ষেপ নিতে হবে বলে মনে করছেন,লালমনিরহাটের সচেতন সমাজ।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চকরিয়া থানার ওসি মনজুর কাদেরসহ ৪ পুলিশের বিরুদ্ধে মামলা।

লালমনিরহাটের কৃষকেরা তামাক চাষে ঝুঁকছেন

আপডেট সময় ০৫:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

লালমনিরহাট জেলায় বিগত বছরের তুলনায় চলতি মৌসুমে, আবাদি জমিতে তামাক চাষ বৃদ্ধি পেয়েছে প্রায় ৬০ শতাংশ। অন্যান্য ফসলের তুলনায় তামাক চাষে লাভ বেশি-তাই কৃষি বিভাগের তামাক চাষ নিরুৎসাহিতকরণ কর্মসূচীতে সারা দিচ্ছেন না কৃষকেরা।

“বিষপাতা” হিসেবে পরিচিত তামাকের চাষ- দিন দিন যেনো বড়েই চলছে উত্তরের জেলা লালমনিরহাটে। জেলার ভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, যেসব আবাদি জমিতে একসময় ধান, গম, ভুট্টা, আলুসহ বিভিন্ন আগাম জাতের সবজী চাষ করা হতো, সেসব জমিতে এখন তামাক চাষ হচ্ছে। তামাকজাত কোম্পানির নানা প্রলোভনে ও অধিক মুনাফার আশায়, তামাক চাষে আগ্রহী হয়ে উঠছেন এ অঞ্চলের কৃষকেরা।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মো: সাইখুল আরিফিন বলেন, জেলায় গতবছর ৯ হাজার ৮ শত ৬৫ হেক্টরের বেশি জমিতে তামাক চাষ হয়েছে । আর এ বছর তা বেড় দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৭ হেক্টর জমিতে। এর কারন তামাক চাষ নিষিদ্ধ না। তামাক ক্রয় কারি প্রতিষ্ঠানগুলো লিমিটেড কোম্পানি তাই তারা কৃষকদের আগাম দর দিয়ে কৃষকদের উৎসাহিত করে এবং আগাম ঋণ/সার এর ব্যবস্থা করে দেয় তাই কৃষকরা উৎসাহিত হয়ে এই চাষ করতে আগ্রহী হয়।
তামাক চাষ বৃদ্ধির কারণে কেবল আবাদি জমিই কমছে না পাশাপাশি বাড়ছে এই ফসলের সঙ্গে জড়িত কৃষক এবং তাদের পরিবারের স্বাস্থ্যঝুঁকি।

লালমনিরহাট জেলার ৫টি উপজেলা ছাড়াও তিস্তা নদীর প্রত্যন্ত চরাঞ্চলেও চাষ হচ্ছে বিষপাতা-তামাক। তাই তামাক চাষ সীমিত পর্যায়ে নিয়ে আসতে, সরকারকে নতুন করে কার্যকারী পদক্ষেপ নিতে হবে বলে মনে করছেন,লালমনিরহাটের সচেতন সমাজ।