সুনামগঞ্জের মধ্যনগরে মরহুম আব্দুল লতিফ তালুকদারের স্মরণে মরহুম আব্দুল লতিফ তালুকদার মেমোরিয়াল টি-১৬ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ সিজন-১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার(২৬ জানুয়ারি)সকাল সাড়ে ১১টার দিকে মধ্যনগর ক্রিকেট পরিবারের আয়োজনে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের খেলার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
মরহুম আব্দুল লতিফ তালুকদারের জ্যেষ্ঠপুত্র আব্দুল কাইয়ুম মজনুর সভাপতিত্বে এবং মরহুম আব্দুল লতিফ তালুকদারের কনিষ্ঠপুত্র মিজানুর রহমান মিনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সজিব রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মধ্যনগর থানা পুলিশের উপ-পরিদর্শক মো.আলমগীর হোসেন,বিএনপি নেতা মমিনুল হক বেনু,মোশারফ হোসেন আশিক,উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সইফুল,যুগ্ম আহবায়ক সাইদুর রহমান জিয়া,মধ্যনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিপ্লব তালুকদার,সাবেক সাধারণ সম্পাদক মো.আবে হায়াৎ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোছাব্বির তালুকদার সাগর,যুগ্ম-আহবায়ক শহিদুর রহমান শিপলু,শাকিল হাসান,উপজেলা ছাত্রদলের সদস্য মো.আরিফ মিয়া,মধ্যনগর কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো.শফিক খান প্রমুখ।
টুর্নামেন্টে ১৬ টি দল পর্যায়ক্রমে অংশ নেবে।উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন কলমাকান্দা উপজেলা বনাম ধর্মপাশা উপজেলা।