হাজী শরীয়তউল্ল্যাহ কলেজে ২৬/০১/২০২৫ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব,ডা: এ এফ এম ইকবাল কবির (ফয়সাল) প্রতিষ্ঠাতা সদস্য শহীদ বুদ্ধিজীবী ডাঃ হুমায়ন কবির উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব কামাল উদ্দিন আহমেদ প্রতিষ্ঠাতা সদস্য, গভানিং বডি,হাজী শরীয়তউল্লাহ কলেজ।জনাব কামরুল হাসান রাজীব সরদার বিদ্যোৎসাহী সদস্য,গভাণিং বডি,হাজী শরীয়তউল্লাহ কলেজ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মঞ্জরুল ইসলাম সরদার সভাপতি,গভাণিং বডি,হাজী শরীয়তউল্লাহ কলেজ। বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয় তার মধ্যে হলো ১. ৮০০ মিটার দৌড় ২ চাক্কি নিক্ষেপ ৩ উচ্চ লাফ। তার সাথে ছিলো পিঠা উৎসব : স্টোল ছিলো অনেক গুলো , অজানা স্বাদের পিঠ ঘর ,মুগ্ধ পিঠা ঘর ,বাংলার ঐতিহাসিক পিঠা ঘর , তৃপ্তি পিঠা ঘর।
পিঠার নাম: ১. বয় ফ্রেন্ড মাথা না খেয়ে পিঠা খান ২. EX কে ভুলে থাকার পিঠা খান ৩.ঝিনুক পিঠা ৪. রসুন পিঠা ৫ জামাই পিঠা
অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিলো স্থানীয় কলেজে, যেখানে ছাত্র-ছাত্রীরা তাদের সৃজনশীল প্রতিভার প্রদর্শন করতে পারে।
অনুষ্ঠানে কিরন সাহেব তার বক্তব্যে শিক্ষার গুরুত্ব এবং যুব সমাজের জন্য সঠিক পথপ্রদর্শনের কথা তুলে ধরেন। তিনি বলেন, “শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধন জাতির উন্নতির জন্য অপরিহার্য। আমাদের ছাত্র-ছাত্রীদের শুধু পাঠ্যপুস্তকেই সীমাবদ্ধ না রেখে, তাদের মধ্যে সৃজনশীলতা ও মানবিক গুণাবলী তৈরি করতে হবে।”
এছাড়াও, তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করে বলেন, “আপনারা এই কলেজের গর্ব, আগামী দিনের নেতৃত্বদানকারী শক্তি। নিজেদের মধ্যে কখনও হারানোর নয়, বরং আরও ভালো করার মানসিকতা তৈরি করুন।”
অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও নাট্য মঞ্চায়নসহ মনোজ্ঞ প্রদর্শনী উপভোগ করেন উপস্থিত শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকরা। অনুষ্ঠানটি সবার মাঝে এক ভালোবাসার ও আবেগের পরিবেশ সৃষ্টি করে।
সংবাদ শিরোনাম ::
হাজী শরীয়তউল্ল্যাহ কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫
- মো: সোলায়মান
- আপডেট সময় ১১:৩২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- ৫১৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ