ভোলায় বন্ধুমহল এসএসসি ৮৬ দায়িত্বপ্রাপ্ত বন্ধুদের পরিচালনায় ৩য় বারের মত মিলন মেলা-২০২৫ইং গত ৩ ও ৪ জানুয়ারি শুক্র ও শনিবার ভোলাস্হ মনপুরায় জনাব রাজীব চৌধুরীর ডাক বাংলায় অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন স্থানে অবস্থানরত ভোলা জেলার ৮৬ বন্ধুরা সমবেত হয়ে একত্রে লঞ্চ যোগে স্পোর্ট স্থানে সমবেত হন। দুই দিনব্যাপী এই অনরম্বন অনুষ্ঠানে অংশগ্রহণকারী বন্ধুরা খেলাধুলা, খোশগল্প,সংস্কৃতি অনুষ্ঠান অতীতের স্মৃতিচারণ ও বিভিন্ন অনুষ্ঠান সূচির মধ্যে দিয়ে তাদের পুরনো স্মৃতির দিন গুলোতে ফিরে গিয়েছিল। উক্ত আয়োজনকে সফল করার ক্ষেত্রে স্থানীয় সমাজ সেবক জনাব রাজিব চৌধুরী ও মনপুরা থানার ওসি জনাব মোঃ আহসান কবির সার্বিক সহযোগিতার জন্য ভুয়সি প্রশংসা করেছেন ৮৬ বন্ধুরা।
এসএসসি ১৯৮৬ ব্যাচ এর গৌরবের মিলনমেলায় তৃতীয় বারের মত সম্মিলিত হয়েছেন । যারা কষ্ট করে শত ব্যস্ততার মধ্যেও দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মনপুরা এসেছেন তাদের প্রতি রইল প্রত্যেকের পক্ষ থেকে প্রত্যেককে অভিন্দন ও ধন্যবাদ।
১৯৮৬ সন আমরা যারা তৎকালীন সময়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আজ সে সকল বন্ধুদের সাথে তৃতীয় বারের মত মিলন মেলায় উপস্থিত হয়েছে। এসএসসি পাশের পর অনেকেই দেশ-বিদেশের বিভিন্ন স্থানে চলে গেছেন। বন্ধু-বন্ধুকে ভুলতে পারেনা বন্ধু বন্ধুর উপকারে আসবেই। আমারা একে অপরের সুখ-দুখ ভালো-মন্দে এগিয়ে আসার অঙ্গীকার ব্যক্ত করেছে। বন্ধু মহলের এই তৃতীয় বারের মিলন মেলা এটি স্মরণীয় হয়ে থাকবে সকলের মাঝে।
সংবাদ শিরোনাম ::
ভোলা ৮৬ বন্ধুদের মিলনমেলা-২৫ উদযাপিত মনপুরায়।
- এম এন আলম সিনিয়র স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ০৬:০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
- ৫২০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ