দাউদকান্দি উপজেলার মালীগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩ জানুয়ারী বিকেলে আনুয়াখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
বিগত ১৫ বছর জেল জুলুম,হামলা মামলার শিকর হয়েও দলীয় প্রতিটি কর্মসূচিতে অংশ গ্রহণ করে জাতীয়তাবাদী দল বিএনপিকে টিকিয়ে রেখেছেন সে সকল ত্যাগী নেতাদের মূল্যায়ন করে কমিটি পুঃগঠন করার লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মালীগাঁও ইউনিয়ন উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: মনির হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালীগাঁও ইউনিয়ন মো: মজিবুর রহমান,
আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো: সফিকুল ইসলাম সফিক,এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড.মহিতুল হাসান,
আরো উপস্থিত ছিলেন সদস্য মো: মাহাবুব,
মো: আমির হোসেন,প্রমূখ।
নতুন কমিটিতে মো: সামছুল আলম (রেনু) সভাপতি মো: নুরুল ইসলাম সহ সভাপতি মোঃ সহিদুল্লাহ সাধারণ সম্পাদক মো: আমির হোসেন সহ সাধারণ সম্পাদক,মো: শাহজাহান সরকার সাংগঠনিক সম্পাদক, হিসেবে নির্বাচিত করা হয়।