সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ২১ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ করে ৮ প্রকল্পের ৩ ধরনের তথ্য চেয়েছে দুদক।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. সালাহউদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিনকে দলনেতা করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধানী দল গঠন করা হয়েছে।
এতে উল্লিখিত ৮টি প্রকল্প হলো- মীরসরাই অর্থনৈতিক অঞ্চল, খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প-২, BEPZA অর্থনৈতিক অঞ্চল, মীরসরাই ১ম পর্যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন প্রকল্প, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ২টি মডার্ন ফায়ার স্টেশন স্থাপন প্রকল্প, মীরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর (বিএসএমএসএন) উন্নয়ন প্রকল্প।
এতে ৩ ধরনের তথ্য চাওয়া হয়েছে। এগুলো হলো-
১. উল্লিখিত প্রকল্পগুলোর প্রস্তাব অথবা প্রাক্কলন অনুমোদিত প্রস্তাব অথবা প্রাক্কলন, বাজেট অনুমোদন, বাজেট বরাদ্দ, অর্থ ছাড়করণ, ব্যয়িত অর্থের পরিমাণ ও বিবরণ, প্রকল্পের সর্বশেষ অবস্থাসংক্রান্ত তথ্যাদি সংবলিত নথির নোটাংশ ও পত্রাংশের সংযুক্তিসহ রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি।
২. উল্লিখিত প্রকল্পগুলোতে কোনো Inspection বা তদন্ত হয়ে থাকলে তৎসংশ্লিষ্ট প্রতিবেদনের সত্যায়িত কপি।
৩. প্রকল্পগুলোর পৃথক সার-সংক্ষেপের কপি।