জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং গণহত্যাকারীর দোসররা এখন ভারতে অবস্থান করছে। ভারত সরকার তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। পতিত আওয়ামী লীগের এখন আর বাংলার জমিনে ফিরে আসার সুযোগ নেই, অপরাজনীতি করারও সুযোগ নেই। তাই আওয়ামী লীগের উচিত হিন্দুস্তানের এক খণ্ডে মুজিবল্যান্ড বানিয়ে বসবাস করা।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, অবশেষে পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে কমিশন গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে শাপলাচত্বর এবং লগি-বৈঠা গণহত্যার তদন্তেও কমিশন গঠন করুন। সাগর-রুনি হত্যার সুষ্ঠু বিচারের ব্যবস্থা করুন। আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করে শেখ হাসিনা এবং গণহত্যাকারীর দোসরদের দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করুন। শেখ হাসিনার বিচার দেখার জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।
যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, হাজি মো. হাসমত উল্লাহ, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক রওশন আলম, ঢাকা মহানগরের সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, মনোয়ার হোসেন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের মাহবুব আলম প্রমুখ।