৬ ডিসেম্বর ২০২৪, শনিবার বিকাল ৪টায়, চরখলিফা ইউনিয়ন কর্তৃক আয়োজিত “কৃষক দলের প্রতিষ্ঠা বাষিক উপলক্ষে আলোচনা সভা ” অনুষ্ঠিত হয় কলিম পাটোয়ারী বাড়ির দরজায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরখলিফা ইউনিয়ন মুল দলের আহবায়ক পান্নু মিয়া। বিশেষ অতিথি ছিলেন রিপন পাটোয়ারী ।
এ ছাড়া উপস্থিত ছিলেন দৌলতখান থানা কৃষক দলের সভাপতি আলমগীর মাষ্টার, সেক্রেটারী আবুল হোসেন, জয়েন্ট সেক্রেটারী- আবদুলাহ হাওলাদার চরখলিফা ইউনিয়নের,কৃষক দলের সভাপতি কাশেম সনি, সেক্রেটারী কাশেম মাষ্টার , সাংগঠনিক আ রহমান। ইউনিয়ন যুবদলের সংগ্রামী তরুন ও বিপ্লবী সদস্য সচিব ফয়সাল মিয়া। থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল পাতা, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক হাওলাদার।শ্রমিক দলের সভাপতি কবির মাঝি,সেক্রেটারী কামাল হাওলাদার, সাংগঠনিক শাহাবুদ্দিন সনি। সিরাজ মেম্বার, মহিউদ্দিন মৃধা
প্রমুখ উপস্থিত ছিলেন। যুবদলের পক্ষ থেকে
বক্তব্য দেন- সোহেল খান, মুল দলের আহবায়ক পান্নু মিয়া,কৃষক দলের আবুল হোসেন,কাশেম মাষ্টার,
কৃষক দলের থানা সভাপতি আলমগীর মাষ্টার- বলেন জাতীয়তাবাদী কৃষক দল: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ৩০ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল প্রতিষ্ঠা করেন। সে সময় বিচারপতি আবদুস সাত্তারকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। এরপর ১৯৯২ সালে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (পরে বহিষ্কৃত) আবদুল মান্নান ভূঁইয়াকে সভাপতি করে কৃষকদলের কমিটি গঠন করা হয়। জাতীয়তাবাদী ঐক্যের ভিত্তিতে গ্রাম-গঞ্জে জনগণকে সচেতন ও সুসংগঠিত করা এবং সার্বিক উন্নয়নমুখী পরিকল্পনা ও প্রকল্প রচনা, বাস্তবায়নের ক্ষমতা এবং দক্ষতা জনগণের হাতে পৌঁছে দেওয়া।এমন এক সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা, যেখানে গণতন্ত্রের শিকড় সমাজের মৌলিক স্তরে বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের মনে দৃঢ়ভাবে প্রোথিত হয়।