আঙ্কারার সুরেই কথা বলছেন সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানি। সিরিয়া নিয়ে মাথা না ঘামাতে শাসালেন ইরানকে।
ইরানকে সিরিয়া থেকে আউট করতে ছক কষেছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আর তা বাস্তবে রূপ দেয় হায়াত তাহরির আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহীরা। বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে দায়িত্ব নিয়েছে গ্রুপটি। খবর আনাদোলু এজেন্সির।
১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধের পর ৮ ডিসেম্বর বাশার আসাদ ক্ষমতা ছেড়ে সিরিয়া থেকে পলায়ন করেন। বাশার আসাদকে টিকিয়ে রাখতে শত শত কোটি ডলার ঢেলেছে ইরান। এমনকি ইরান নিজেদের বিপ্লবী গার্ডও মোতায়েন করেছিল সিরিয়ায়। তবে শেষ রক্ষা হয়নি। বাশার আসাদের পতনে এই অঞ্চলে ইরানের জন্য বড় ধাক্কা বলে মনে করা হয়।
এবার ইরানকে জোরালো ভাষায় সতর্ক করলেন আল-শিবানি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তিনি বলেন, সিরিয়ায় যেন বিশৃঙ্খলা না ছড়ায় ইরান। সিরিয়ার জনগণের ইচ্ছা ও দেশটির সার্বভৌমত্বের প্রতিও ইরানকে সম্মান জানাতে বলেছেন আল-শিবানি। এক্সে দেওয়া এক পোস্টে আল-শিবানি এসব কথা বলেন।
এর আগে রোববার টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সিরিয়ার তরুণদের দেশটিতে অনিশ্চয়তার বিরুদ্ধে দৃঢ় হতে বলেন।