ময়মনসিংহে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ সদর উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান দৈনিক আমাদের মাতৃভূমিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নাজমুস সাখাওয়াত বলেন, ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে আসলে আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া চিকিৎসাধীন রয়েছেন আরও দুজন।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, নেত্রকোনা থেকে বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা নেত্রকোনা যাওয়ার পথে ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।
ওসি টিপু সুলতান বলেন, মরদেহ দুটি আছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ও বাকি দুটি শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।