গত শনিবার (১২) দুপুর ২ টায় মিঠাপুকুরের ৩ নং পায়রা বন্দর ইউনিয়নে ভাঞ্জেরমোড় নামক স্থানে বিশাল আয়োজন ও অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন হয় ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা শাখা।
৩ নং পায়রাবন্ধ ইউনিয়ন শাখার উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জবাব মো: মাহবুবার রহমান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ন্যাশনাল পেরে সোসাইটি (এনপিএস)।
প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব অধ্যাপক গোলাম রব্বানী আমির,বাংলাদেশ জামাতে ইসলামীর রংপুর জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিকাশ চন্দ্র বর্মণ উপজেলা নির্বাহী অফিসার মিঠাপুকুর,জনাব মো:ফেরদৌস ওয়াহিদ অফিসার্স ইনচার্জ মিঠাপুকুর থানা,জনাব মোঃ শহিদুল ইসলাম বিভাগীয় সমন্বয় ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস),জনাব মোঃ ফারুক হোসেন চেয়ারম্যান ৩নং পায়রাবন্ধ ইউনিয়ন পরিষদ জনাব মো: শফিকুল ইসলাম শফি মন্ডল অধ্যাপক জগৎপুর ডিগ্রী কলেজ দিনাজপুর, জনাব আব্দুল্লাহ আল মামুন ওহিদী চেয়ারম্যান ৪ নং ভাংনি ইউনিয়ন পরিষদ, জনাব মো: রফিক মিয়া ইউপি সদস্য ৬নং ওয়ার্ড পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ,এ ছাড়া ও অনেক।
এ সময় উদ্বোধক জনাব মাহবুবার রহমান বলেন
ন্যাশনাল প্রেস সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুল ইসলাম বলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি নিবন্ধিত সংগঠন, আপনারা আপনাদের বাড়ীর পাশে যেগুলো মানবাধিকার লঙ্ঘিত হবে সেগুলোর ওপরই আমরা কাজ করি। আজকে এই ৩ নং পায়রা বন্দ ইউনিয়ন শাখার যে কমিটি উপহার দেওয়া হল আশা করি এই এলাকার সংঘাত নিরসনে কাজ করবে পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। আমি এই শাখাটির শুভ উদ্বোধন ঘোষণা করছি।
এ ছড়া ও সাংবাদিক মো: শহিদুল ইসলাম ( রংপুর বিভাগীয় সমন্বয়ক এনপিএস ) ও রংপুর ব্যুরোচিফ দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার প্রতিনিধি বলেন,আইনের শাসন প্রতিষ্ঠায় সকল নাগরিক সমান। আমরা ন্যাশনাল পেরে সোসাইটি (এনপিএস) যে সকল কাজ করে থাকি সেগুলো ১. আপনি কি নির্যাতিত ও অধিকার বঞ্চিত ২.যৌতুকের শিকার ও দেনমহর থেকে বঞ্চিত ৩. বাল্য বিবাহ ও ধর্ষণের ভয়ে আতংকিত ৪.বকেয়া পাওনা পেতে প্রতারিত ও ক্ষতিগ্রস্থ ৫. মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্থ ৬.অপহরণ ও পাচানেন ভয়ে আতংকিত ৭ ভূমি দস্যু দ্বারা আতংকিত ও ক্ষতিগ্রস্থ ৮. সন্তানের অধিকার ফিরে পোতে চান ৯. সম্পত্তির ওয়ারিশান থেকে বঞ্চিত ১০. সাংসার পূনরায় ফিরে পেতে চান ১১. ভেজাল ও মাদক বিরোধী অভিযানে আগ্রহী ১২. বিয়ের প্রলভোন দেখিয়ে ধর্ষণের শিকার ১৩. চাকুরীরর প্রলভোন দেখিয়ে পাচারের শিকার ১৪. লংঘিত হয়েছে কি আপনার মানবাধিকা এ ছাড়া ও অনেক কথা বলেছে যে বিষয় গুলো নিয়ে তারা কাজ করেন।পরিশেষে ফিতা কেটে শুভ উদ্বোধন এবং দোয়া মুনাজাতের মাধ্যমে পরি সমাপ্তি হয়।