গোয়ালিয়র শহর থেকে শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম দূরত্ব প্রায় ১১ কিলোমিটার। তবে ৮ কিলোমিটার যেতেই আপনার পথ আটকে দিতে পারেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কঠোর নিরাপত্তা ব্যবস্থার জন্যই এমন উপক্ষেপ নিয়েছে তারা।
তার ওপর ভারত-বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি ঘিরে বনধের ডাক দিয়েছে স্থানীয় হিন্দু মহাসভা। সবকিছু মিলিয়ে কঠোর অবস্থায় এখানকার পুলিশ সদস্যরাও।
স্টেডিয়ামে আসার পথে দুই কিলোমিটার দূরে থাকতেই পথে দেখা মিলল পুলিশের চেকপোস্ট। প্রতিটি গাড়িই ভালোভাবে চেক করেই ছাড়েন তারা। বাংলাদেশ থেকে আসা সাংবাদিকদের দেখে পরিচয় দেখতে চাইলেন তারা।
এক কর্মকর্তা বললেন, ‘দয়া করে আপনাদের পরিচয়পত্রটা দেখাবেন।’ সাংবাদিক বলার পর তাদের উত্তর, ‘সাংবাদিক হলেও আমাদের কার্ডটা দেখতে হবে।’
শুধু তাই নয়, স্টেডিয়ামের গেট থেকে শুরু করে মাঠের চারপাশেও দেখা মিলল কয়েকশ পুলিশের অবস্থান। মূলত নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতেই তাদের এমন ব্যবস্থা। স্টেডিয়ামের গেটেও সবাইর পরিচয়পত্র চেক করতে দেখা গেল তাদের।
১৪ বছর পর গোয়ালিয়রে হতে যাচ্ছে কোনো আন্তর্জাতিক ম্যাচ। ২০১০ সালের পর এখানে হয়নি আর কোনো আন্তর্জাতিক ম্যাচ। অথচ ১০ কিলোমিটারের মতো কাছাকাছি দূরত্বে আছে দুটি আন্তর্জাতিক মানের খেলার মাঠ। তবে ভারতীয় ক্রিকেট দলের প্রথমবার পা পড়তে যাচ্ছে শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে। বাংলাদেশ ম্যাচ দিয়েই যার হচ্ছে শুরু।