দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভায় অবস্থিত সার্বজনীন তালোড়া দুর্গাদহ কেন্দ্রীয় শ্মশান রক্ষা কালি মাতার মন্দির প্রাঙ্গনে গত ৩০ নভেম্বর শনিবার সকাল ১০ টায় মন্দির কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।সভায় বর্তমান কমিটি সকল সদস্যদের সর্বসন্মতিক্রমে বিলুপ্ত করা হয়।
সভার সভাপতিত্ব করেন বিলুপ্ত কমিটির সভাপতি কৃষ্ণ কুমার সাহা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিনেশ চন্দ্র শীলের পরিচালনায় মন্দির পরিচালনার জন্য ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে গঠন করা হয়।
নবগঠিত সার্বজনীন তালোড়া দুর্গাদহ কেন্দ্রীয় শ্মশান রক্ষা কালি মাতার মন্দিরের আহবায়ক হলেন আহবায়ক চয়ন কুমার পাল যুগ্ম আহবায়ক রবি রাজভর,সদস্য সচিব সুবাস প্রসাদ কানু,সদস্য ভোলানাথ বসাক, জয়ন্ত রাজভর।পরবর্তী নিয়মিত কার্যকরী কমিটি গঠন না হওয়া পর্যন্ত এই আহবায়ক কমিটি বলব্ৎ থাকবে।