ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনমনে ভয় দেখিয়ে পাবনা পৌরসভার সাবমার্সিবল ফি আদায় মাইকিং অভিযোগ কুমিল্লায় বসুন্ধরা ফেডারেশন কাপের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসের জয় কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং চোরাচালানী পণ্য জব্দ ওয়ালটন প্লাজার উদ্যোগে শিবরাম স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত আমাকে সাংবাদিকতা শিখাতে হবেনা, আমি ও সাংবাদিক ছিলাম চুনারুঘাটে ভোক্তা অধিকার কর্মকর্তা দেবানন্দ জামালপুরে ফুলকপি ও লাউয়ের মিশ্র চাষে লাভবান আনিস কমলনগরে সৈয়দ নগর স্টার ক্লাবের ব্যাড মিন্টন টুর্নামেন্ট পুরস্কার বিতরণ ভোলার- বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই পাঁচবিবিতে নিয়মিত অফিস করছেন আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলটন জনবল সংকটে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা ব্যাহত

রাজধানী উত্তরা, উলুদাহ, বাদালদির আতঙ্কের নাম এনএসআই নাজমুল করিম

রাজধানী উত্তরা উলুদাহ, বাদালদি এলাকায় আতঙ্কের নাম কথিত এনএসআই নাজমুল করিম। পিতার নাম: মো: আব্দুর রহমান সোনার, বসবাস করেন উলুদাহ, বাদালদী এলাকায়। এলাকার লোকজন এনএসআই নাজমুল নামেই চিনেন তাকে, তবে তিনি এনএসআই পদে আছেন কিনা তার প্রমাণ মেলেনি। তার কর্মকাণ্ডে অনেকেই বলেন ভূমিদস্যু কর্মকাণ্ড অতোপ্রতোভাবে জড়িত কিভাবে সরকারি চাকরি করেন । এলাকার বাসিন্দারা জানেন, নাজমুল এনএসআইয়ের বড় কর্মকর্তা হিসেবে কাজ করেন। এর ফলে ভয়ে এলাকার বাসিন্দারা তার বিরুদ্ধে কথা বলতে ভয় পান আর এই যুযোগ কাজে লাগিয়ে কথিত উনি এন এস আই নাজমুল এলাকায় অন্যের জমি দখল, রাস্তা বন্ধ করে দিয়ে কম দামে জমি বিক্রি করতে জমির মালিকদের বাধ্য করেন। এসব কাজ করে ইতোমধ্যে নাজমুল কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

সরেজমিন পর্যবেক্ষণে জানা যায় তার অবৈধ সকল কর্ম, টাকা পয়সা লেনদেন হয়, তার সহযোগী সফিক এবং তার অন্যান্য সহযোগীদের ব্যাংক একাউন্টের মাধ্যমে। জমি দখলে সহায়তা করেন স্থানীয় সাবেক মেম্বার এবং তার লালিত পালিত স্থানীয় সন্ত্রাসী গ্যাং এর মাধ্যমে। আরো জানা যায় তার লালিত পালিত নিজস্ব ক্যাডার বাহিনী ও রয়েছে এসব নিজস্ব ক্যাডার বাহিনী ও স্থানীয় সন্ত্রাসী ও ভাড়াটে সন্ত্রাসীদের দ্বারা তারা এলাকায় ত্রাস সৃষ্টি করে অবৈধভাবে সাধারণ মানুষের জমি দখল করে। রাতের আধারে জমি দখল যেন তার নিত্যদিনের কার্যকলাপের একটি। বিগত সরকারের আমলে তার এন এস আই নাজমুল পরিচয়ে দখল হয়েছে জমির পর জমি , ভূমিহীন হয়েছে কয়েকশো পরিবার। কিন্তু প্রশাসন এর থেকে কোনো প্রকার সাহায্য পায়নি তার অত্যাচারের স্বীকার ভূমি হারানো সাধারণ জনগণ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভূক্তভোগী বলেন ” সাধারণ নাগরিক হিসেবে আমার প্রশ্ন, সরকারি অফিসার হিসেবে চাকুরীরত অবস্থায় একজন ব্যক্তি কিভাবে এই সব করেন, এদের কাছে আমাদের মতো সাধারণ নাগরিক আর কতোদিন জিম্মি থাকবে। এন এস আই নাজমুল হাসানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি এলাকার সাধারণ নাগরিক হিসেবে জোর দাবি জানাচ্ছি।”

সরেজমিন পর্যবেক্ষণে আরো জানা যায় আজ ১ ডিসেম্বর ২০২৪ ইংরেজী তারিখে GSPL নামক একটি স্বনামধন্য হাউজিং কোম্পানীর মালিকানাধীন ২৪.৩৪ কাঠা জমিতে বাশ দিয়ে অস্থায়ী সীমানা-প্রাচীর দিয়ে জমিটি দখল করে নেয় এবং তাদের কে অত্র জমির আশেপাশে না যাওয়ার জন্য নানান হুমকি দেয়া হয়। তাছাড়া উক্ত কোম্পানী নানান ভাবে তাদের সাথে কথা বলার চেষ্টা করেও ব্যার্থ হয়।

আরো জানা যায় কথিত এন এস আই নাজমুল হাসান নিজের ক্যাডার বাহিনী ও ভাড়াটে সন্ত্রাসীদের মাধ্যমে এলাকার স্থানীয় আরো বহু মানুষের জমি অবৈধভাবে দখল, অন্যের জমি ভরাট করে নিজের নামে দলিল করিয়ে নেয়া সহ একজন প্রতিষ্ঠিত ভূমিদস্যু হিসেবে যতটুকু সম্ভব তার চেয়ে ও বেশি পরিমানে করছে। এমতাবস্থায় তার কাছে একপ্রকার জিম্মিই বলা চলে স্থানীয় লোকসকল।

এলাকাবাসী আরো জানায় তারা বহুভাবে তার নামে প্রশাসনের কাছে তার বিচার দাবী করে এই ভূমিদস্যু কথিত এন এস আই অফিসার নাজমুল হাসানের হাত থেকে তাদের নিস্তার চান।

এলাকাবাসী করিম হাসান, মিলন, সাদিয়া আফরোজ, এক ব্যবসায়ী জুয়েল রানা সে বলেন- একজন সরকারি চাকুরীজীবী হয়ে কিভাবে এত সম্পদের মালিক হলেন এই এন এস আই নাজমুল, দূদক ও আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি কামনা করছি তার বিষয়ে খতিয়ে দেখা হোক আসলে তার খুঁটির জোর কোথায় কেন এমন অকারেন্স করে আসছেন শুধু তাই নয় তার বিষয়ে লোকজন এলাকাবাসী তার অপকর্ম সম্পর্কে সবার জানা আছে? তার অপকর্মের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জনমনে ভয় দেখিয়ে পাবনা পৌরসভার সাবমার্সিবল ফি আদায় মাইকিং অভিযোগ

রাজধানী উত্তরা, উলুদাহ, বাদালদির আতঙ্কের নাম এনএসআই নাজমুল করিম

আপডেট সময় ০৭:০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

রাজধানী উত্তরা উলুদাহ, বাদালদি এলাকায় আতঙ্কের নাম কথিত এনএসআই নাজমুল করিম। পিতার নাম: মো: আব্দুর রহমান সোনার, বসবাস করেন উলুদাহ, বাদালদী এলাকায়। এলাকার লোকজন এনএসআই নাজমুল নামেই চিনেন তাকে, তবে তিনি এনএসআই পদে আছেন কিনা তার প্রমাণ মেলেনি। তার কর্মকাণ্ডে অনেকেই বলেন ভূমিদস্যু কর্মকাণ্ড অতোপ্রতোভাবে জড়িত কিভাবে সরকারি চাকরি করেন । এলাকার বাসিন্দারা জানেন, নাজমুল এনএসআইয়ের বড় কর্মকর্তা হিসেবে কাজ করেন। এর ফলে ভয়ে এলাকার বাসিন্দারা তার বিরুদ্ধে কথা বলতে ভয় পান আর এই যুযোগ কাজে লাগিয়ে কথিত উনি এন এস আই নাজমুল এলাকায় অন্যের জমি দখল, রাস্তা বন্ধ করে দিয়ে কম দামে জমি বিক্রি করতে জমির মালিকদের বাধ্য করেন। এসব কাজ করে ইতোমধ্যে নাজমুল কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

সরেজমিন পর্যবেক্ষণে জানা যায় তার অবৈধ সকল কর্ম, টাকা পয়সা লেনদেন হয়, তার সহযোগী সফিক এবং তার অন্যান্য সহযোগীদের ব্যাংক একাউন্টের মাধ্যমে। জমি দখলে সহায়তা করেন স্থানীয় সাবেক মেম্বার এবং তার লালিত পালিত স্থানীয় সন্ত্রাসী গ্যাং এর মাধ্যমে। আরো জানা যায় তার লালিত পালিত নিজস্ব ক্যাডার বাহিনী ও রয়েছে এসব নিজস্ব ক্যাডার বাহিনী ও স্থানীয় সন্ত্রাসী ও ভাড়াটে সন্ত্রাসীদের দ্বারা তারা এলাকায় ত্রাস সৃষ্টি করে অবৈধভাবে সাধারণ মানুষের জমি দখল করে। রাতের আধারে জমি দখল যেন তার নিত্যদিনের কার্যকলাপের একটি। বিগত সরকারের আমলে তার এন এস আই নাজমুল পরিচয়ে দখল হয়েছে জমির পর জমি , ভূমিহীন হয়েছে কয়েকশো পরিবার। কিন্তু প্রশাসন এর থেকে কোনো প্রকার সাহায্য পায়নি তার অত্যাচারের স্বীকার ভূমি হারানো সাধারণ জনগণ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভূক্তভোগী বলেন ” সাধারণ নাগরিক হিসেবে আমার প্রশ্ন, সরকারি অফিসার হিসেবে চাকুরীরত অবস্থায় একজন ব্যক্তি কিভাবে এই সব করেন, এদের কাছে আমাদের মতো সাধারণ নাগরিক আর কতোদিন জিম্মি থাকবে। এন এস আই নাজমুল হাসানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি এলাকার সাধারণ নাগরিক হিসেবে জোর দাবি জানাচ্ছি।”

সরেজমিন পর্যবেক্ষণে আরো জানা যায় আজ ১ ডিসেম্বর ২০২৪ ইংরেজী তারিখে GSPL নামক একটি স্বনামধন্য হাউজিং কোম্পানীর মালিকানাধীন ২৪.৩৪ কাঠা জমিতে বাশ দিয়ে অস্থায়ী সীমানা-প্রাচীর দিয়ে জমিটি দখল করে নেয় এবং তাদের কে অত্র জমির আশেপাশে না যাওয়ার জন্য নানান হুমকি দেয়া হয়। তাছাড়া উক্ত কোম্পানী নানান ভাবে তাদের সাথে কথা বলার চেষ্টা করেও ব্যার্থ হয়।

আরো জানা যায় কথিত এন এস আই নাজমুল হাসান নিজের ক্যাডার বাহিনী ও ভাড়াটে সন্ত্রাসীদের মাধ্যমে এলাকার স্থানীয় আরো বহু মানুষের জমি অবৈধভাবে দখল, অন্যের জমি ভরাট করে নিজের নামে দলিল করিয়ে নেয়া সহ একজন প্রতিষ্ঠিত ভূমিদস্যু হিসেবে যতটুকু সম্ভব তার চেয়ে ও বেশি পরিমানে করছে। এমতাবস্থায় তার কাছে একপ্রকার জিম্মিই বলা চলে স্থানীয় লোকসকল।

এলাকাবাসী আরো জানায় তারা বহুভাবে তার নামে প্রশাসনের কাছে তার বিচার দাবী করে এই ভূমিদস্যু কথিত এন এস আই অফিসার নাজমুল হাসানের হাত থেকে তাদের নিস্তার চান।

এলাকাবাসী করিম হাসান, মিলন, সাদিয়া আফরোজ, এক ব্যবসায়ী জুয়েল রানা সে বলেন- একজন সরকারি চাকুরীজীবী হয়ে কিভাবে এত সম্পদের মালিক হলেন এই এন এস আই নাজমুল, দূদক ও আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি কামনা করছি তার বিষয়ে খতিয়ে দেখা হোক আসলে তার খুঁটির জোর কোথায় কেন এমন অকারেন্স করে আসছেন শুধু তাই নয় তার বিষয়ে লোকজন এলাকাবাসী তার অপকর্ম সম্পর্কে সবার জানা আছে? তার অপকর্মের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।