আমরা সংবাদ কর্মী চাই অধিকার।যেমন স্ত্রী চায় স্বামীর অধিকার।আমরা গড়তে চাই সাম্য মৈত্রীর বন্ধনে আবদ্ধ হয়ে সত্যি কারের কলম সৈনিকদের নিয়ে ভাতৃত্বের নতুন এক সেতুবন্ধন।
দেশের জাতীয় প্রেসক্লাব সম্প্রতি একটি বার্তা দিয়েছেন।দেশের সকল প্রেস ক্লাবগুলো কে দেখা যাচ্ছে এই নির্দেশ অনেক প্রেসক্লাব গ্রহণ করলেও এখনো রংপুরে জেলা প্রেসক্লাব তাহা উপেক্ষা করে চলছে। কেন এমন বৈষম্যমূলক আচরণ?
আমরা জাতিরবিবেক,সমাজের দর্পণ?
চাই বৈষম্যহীন একটি সাংবাদিক সংগঠন।
যেখানে থাকবে তরুণ প্রবীণের কলমের ঝলক।এই রংপুরকে সারা বিশ্বের দরবারে নতুন রূপে তুলে ধরবেন।
প্রধান উপদেষ্টা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে রংপুর পিছিয়ে পড়া একটি জেলা, এবার হবে দেশের এক নাম্বার জেলা।
তার এই ঘোষণা কে স্বাগতম জানিয়ে রংপুরের সম্মানিত জেলা প্রেস ক্লাবের নীতি নির্ধারকের নিকট দৃষ্টি আকর্ষণ করছি নতুন সদস্য গ্রহণ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সদস্য পদ বাতিল করা হয়েছে তাদের সদস্য পদ ফিরিয়ে দিয়ে বৈষম্য দূরীকরণ নীতি অবলম্বন করবেন। নয়তোবা ছাত্র আন্দোলনের মতো বৈষম্য বিরোধী গণমাধ্যম কর্মীরাও আপনাদের দ্বারে কড়া নাড়াবে।
আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করছি।