পটুয়াখালীতে কোটা আন্দোলনে
নিহত পটুয়াখালীর ২০ শহিদ পরিবারের পাশে দাড়িয়েছে আয়েশা হাফিজ ফাউন্ডেশন। যানা যায় প্রান্তিক জনগোষ্ঠীর চোখের দৃষ্টি সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা ঔষধ ও চশমা বিতরন এবং ছানি অপারেশন কার্যক্রমের মধ্য দিয়ে পটুয়াখালীতে আত্মপ্রকাশ
করেছিল এই আয়েশা হাফিজ ফাউন্ডেশন।
জনকল্যান মূখী কার্যক্রমের ধারাবাহিকতায় ফাউন্ডেশনের কর্নধার এড, হাফিজুর রহমান এর সহধর্মিণী আয়েশা হুমায়রা-
কোটা আন্দোলনে শহিদ ২০ পরিবারের সবার বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ খবর নেন ও তাদের কষ্টের আহাজারি দেখে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন ও তাদের পাশে থাকবেন বলে সান্ত্বনা দেন ও দোয়া করেন এবং তাদের মাঝে চালসহ খাবার সামগ্রী বিতরণ করেন।
আয়েশা হাফিজ ফাউন্ডেশনের কর্নধার বলেন- প্রতিটি কর্মসূচি হবে জাতিসংঘের টেকশই উন্নয়নে লক্ষ্য মাত্রা, চলমান সেবা সমূহ মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে সকল কর্মসূচি হবে অত্যান্ত কার্যকর ও
মানুষের শারিরীক মানুষিক অর্থনীতির পরিবর্তন ঘটাতে সহযোগিতা করবে।