ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় ইসরাইলি হামলাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ বলছে তুরস্ক

ফিলিস্তিনের গাজার একটি স্কুলে আশ্রয় নেওয়াদের ওপর শনিবার ফের রকেট হামলা চালিয়েছে ইসরাইল। এতে ১০০ জনেরও বেশি নিহত ও আহত হয়েছেন বহু। আর এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। গাজায় ইসরাইলি হামলাকে তারা ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে আখ্যায়িত করেছে।

এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, আল-দারাজ এলাকার একটি স্কুলে আশ্রয় নেওয়া ১০০ জনেরও বেশি বেসামরিক মানুষকে হত্যা করে ইসরাইল ‘মানবতার বিরুদ্ধে নতুন অপরাধ’ করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ হামলা আবারও প্রমাণ করেছে— নেতানিয়াহু সরকার যুদ্ধবিরতি আলোচনাকে বানচাল করতে চায়। আন্তর্জাতিক নেত্রীবৃন্দ যারা ইসরাইলকে থামাতে পদক্ষেপ নেয় না, তারা ইসরাইলের অপরাধের সঙ্গে জড়িত।’

এদিকে শনিবার গাজা শহরের আল-সাহাবা এলাকায় আল-তাবাঈন স্কুলে বিমান হামলার পর ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে— ‘তারা হামাস সন্ত্রাসীদের আক্রমণ করেছে, যেটি হামাসের কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের মধ্যে রয়েছে।’ সেই সঙ্গে তাদের দাবি, বিমান হামলায় আঘাতপ্রাপ্ত স্কুলের ভেতর থেকে সন্ত্রাসীরা তাদের কার্যক্রম চালাচ্ছিল।

উল্লেখ্য, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় প্রায় ৩৯ হাজার ৮০০ মানুষ নিহত হয়েছেন।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজায় ইসরাইলি হামলাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ বলছে তুরস্ক

আপডেট সময় ১২:৩২:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪

ফিলিস্তিনের গাজার একটি স্কুলে আশ্রয় নেওয়াদের ওপর শনিবার ফের রকেট হামলা চালিয়েছে ইসরাইল। এতে ১০০ জনেরও বেশি নিহত ও আহত হয়েছেন বহু। আর এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। গাজায় ইসরাইলি হামলাকে তারা ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে আখ্যায়িত করেছে।

এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, আল-দারাজ এলাকার একটি স্কুলে আশ্রয় নেওয়া ১০০ জনেরও বেশি বেসামরিক মানুষকে হত্যা করে ইসরাইল ‘মানবতার বিরুদ্ধে নতুন অপরাধ’ করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ হামলা আবারও প্রমাণ করেছে— নেতানিয়াহু সরকার যুদ্ধবিরতি আলোচনাকে বানচাল করতে চায়। আন্তর্জাতিক নেত্রীবৃন্দ যারা ইসরাইলকে থামাতে পদক্ষেপ নেয় না, তারা ইসরাইলের অপরাধের সঙ্গে জড়িত।’

এদিকে শনিবার গাজা শহরের আল-সাহাবা এলাকায় আল-তাবাঈন স্কুলে বিমান হামলার পর ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে— ‘তারা হামাস সন্ত্রাসীদের আক্রমণ করেছে, যেটি হামাসের কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের মধ্যে রয়েছে।’ সেই সঙ্গে তাদের দাবি, বিমান হামলায় আঘাতপ্রাপ্ত স্কুলের ভেতর থেকে সন্ত্রাসীরা তাদের কার্যক্রম চালাচ্ছিল।

উল্লেখ্য, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় প্রায় ৩৯ হাজার ৮০০ মানুষ নিহত হয়েছেন।