ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান বিচারপতির পদত্যাগের দাবীতে কুমিল্লায় আদালতের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটকের সামনে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী আন্দোলনের কুমিল্লার শিক্ষার্থীরা।

শনিবার (১০ আগস্ট) সকাল ১২টার দিকে আদালতে মূল ফটকের সামনে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এর আগে, হাইকোট ঘেরাও কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে এক বার্তায় এ আহ্বান জানানো হয়।

তারই ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর ফেইসবুক পেইজে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ কুমিল্লার সকল শিক্ষাপ্রতিষ্ঠান এর শিক্ষার্থীদের উদ্দেশ্য এক বার্তা দেওয়া হয়।

এতে বলা হয়, সবাই দ্রুত ১১ টার মধ্যে নগরীর টাউনহল মাঠে চলে আসুন। টাউনহল মাঠ থেকে জেলা ও দায়রা জজ আদালতে অবস্থান করা হবে।

এ বার্তাকে কেন্দ্র করে কুমিল্লার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা টাউনহল মাঠে জড়ো হতে থাকেন। বেলা ১১ টা ৩০ দিকে এর সকল শিক্ষার্থীদের নিয়ে টাউন মাঠ থেকে মিছিল নিয়ে আদালত মুখী রওনা হয়ে আদালতের মূল ফটকে অবস্থান নয় শত শত শিক্ষার্থীরা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা সমন্বয়করা সহ শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

আজকের এ কর্মসূচী উপলক্ষ্যে কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা দেখেছি শত শহীদের রক্তে কেনা স্বাধীনতাকে বানচাল করার জন্য পরাজিত শক্তিগুলো মাথা চারা দিয়ে উঠতে শুরু করেছে। আমরা ঐসব অপশক্তিকে শক্ত হাতে প্রতিহত ও প্রতিরোধ করব। এজন্য আমরা সবাই আজকে আদালতের সামনে অবস্থান নিয়েছি। এবং পরবর্তীতে কেন্দ্র থেকে যেকোনো সিদ্বান্ত আসে না পালন করতে আমরা সদা প্রস্তুত আছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধান বিচারপতির পদত্যাগের দাবীতে কুমিল্লায় আদালতের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় ০৫:৩৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটকের সামনে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী আন্দোলনের কুমিল্লার শিক্ষার্থীরা।

শনিবার (১০ আগস্ট) সকাল ১২টার দিকে আদালতে মূল ফটকের সামনে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এর আগে, হাইকোট ঘেরাও কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে এক বার্তায় এ আহ্বান জানানো হয়।

তারই ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর ফেইসবুক পেইজে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ কুমিল্লার সকল শিক্ষাপ্রতিষ্ঠান এর শিক্ষার্থীদের উদ্দেশ্য এক বার্তা দেওয়া হয়।

এতে বলা হয়, সবাই দ্রুত ১১ টার মধ্যে নগরীর টাউনহল মাঠে চলে আসুন। টাউনহল মাঠ থেকে জেলা ও দায়রা জজ আদালতে অবস্থান করা হবে।

এ বার্তাকে কেন্দ্র করে কুমিল্লার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা টাউনহল মাঠে জড়ো হতে থাকেন। বেলা ১১ টা ৩০ দিকে এর সকল শিক্ষার্থীদের নিয়ে টাউন মাঠ থেকে মিছিল নিয়ে আদালত মুখী রওনা হয়ে আদালতের মূল ফটকে অবস্থান নয় শত শত শিক্ষার্থীরা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা সমন্বয়করা সহ শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

আজকের এ কর্মসূচী উপলক্ষ্যে কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা দেখেছি শত শহীদের রক্তে কেনা স্বাধীনতাকে বানচাল করার জন্য পরাজিত শক্তিগুলো মাথা চারা দিয়ে উঠতে শুরু করেছে। আমরা ঐসব অপশক্তিকে শক্ত হাতে প্রতিহত ও প্রতিরোধ করব। এজন্য আমরা সবাই আজকে আদালতের সামনে অবস্থান নিয়েছি। এবং পরবর্তীতে কেন্দ্র থেকে যেকোনো সিদ্বান্ত আসে না পালন করতে আমরা সদা প্রস্তুত আছি।