ভোলার তজুমউদ্দিন উপজেলার মলংচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর হাসান (তন্ময়) দলের নির্দেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চরে বসবাসরত মানুষের কাছে দলীয় নেতাকর্মীদের নিয়ে ছুটে যান। এই সময় তার সাথে ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.মজির উদ্দিন, যুবদল নেতা মো.নুরনবী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো.বাহারুল, সাধারণ সম্পাদক মো.শামীম সহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর হাসান (তন্ময়) বলেন- আমরা ১৭ বছর ধরে একটি স্বৈরাচার সরকারের নির্যাতন নিপীড়ন,গণহত্যা গুম ও খুনের মধ্যে ছিলাম। বৈষম্যেবিরোধী শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে আমরা একটি স্বাধীন দেশ ফিরে পেয়েছি। এই স্বাধীন দেশ ফিরে পেতে আমাদের অনেক ছাত্র ভাইরা শহীদ হয়েছেন, আমি তাদের রুহের মাগফেরাত কামনা করি।
তিনি আরও বলেন-একদল লোক দলের দোহাই দিয়ে লুটপাট, ভাংচুরের চেষ্টা চালায়, এমন খবর পেয়ে আমাদের নেতা মেজর হাফিজউদ্দীন বীরবিক্রম ও তজুমউদ্দিন থানা সিনিয়র নেতাকর্মীদের নির্দেশে আমি সহ ইউনিয়ন নেতৃবৃন্দের নিয়ে মলংচড়া ইউনিয়নের পরিবেশ, পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ম্যাসেজ দিয়ে আসি। এবং কেউ যাতে দলের প্রভাব খাটিয়ে জমি দখল, ভাংচুর না করে। সেই বিষয় তাদেরকে অনুরোধ জানাই।
আমাদের নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দীন (বীরবিক্রম) গণমানুষের নেতা, তার সুনাম যাতে কেউ ক্ষুন্ন না করে আপনারা মলংচড়া বাসী সেই দিক খেয়াল রাখবেন। আর সবাই আমাদের নেতা মেজর হাফিজউদ্দীন (বীরবিক্রম)এর জন্য দোয়া করবেন।