ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বেচ্ছাসেবী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত কুমিল্লায় সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক চট্টগ্রামের বায়েজিদে ধর্ষণের মামলার পলাতক আসামি মধুকে (৪০) গ্রেপ্তার করেছে (র‍্যাব-৭) পুলিশের গুলিতে ছাত্র কারিগর নিহত ভোলার সাবেক পুলিশ সুপারের বিচার চাইলেন- সারজীস আলম পলাতক ওসিকে গ্রেপ্তারে সারাদেশে রেড অ্যালার্ট জারি সরাইলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১ চট্টগ্রাম মাদক বিরোধী অভিযানে ৪৭ বোতল বিদেশী মদ উদ্ধারসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের অফিসের উদ্বোধন অনুষ্ঠিত কুমিল্লায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে তায়কোয়ানদো প্রতিযোগিতার উদ্বোধন মুগদা থানা তিন সংগঠনের সমন্বয়ক বিক্ষোভ মিছিল

নিক্সনসহ ফরিদপুরের তিন এমপি আত্মগোপনে

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর ফরিদপুরের চারটি আসনের সংসদ সদস্যের (এমপি) মধ্যে নিক্সনসহ তিনটি আসনের এমপিরা আত্মগোপনে রয়েছেন। শুধুমাত্র ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র এমপি ও ব্যবসায়ী নেতা একে আজাদ দেশেই অবস্থান করছেন বলে জানা গেছে। বাকি তিন এমপির কোনো খোঁজ মিলছে না।

আত্মগোপনে যাওয়া সদ্য সাবেক তিন সংসদ সদস্য হলেন, ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালি-আলফাডাঙ্গা) আসনের এমপি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের এমপি শাহদাব আকবর লাবু চৌধুরী ও ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

আব্দুর রহমান শেখ হাসিনা সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছিলেন। পাশাপাশি তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। শাহদাব আকবর লাবু চৌধুরী প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে। আর মজিবুর রহমান চৌধুরী নিক্সন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছোট ছেলে।

আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফরিদপুর-১ আসনের আব্দুর রহমান এখন কোথায় আছেন কেউ জানেন না। তার ঘনিষ্ঠজনরাও তার অবস্থান সম্পর্কে কিছু বলতে পারছেন না। সর্বশেষ গত ৩ আগস্ট তিনি নিজ নির্বাচনি এলাকা মধুখালিতে এসেছিলেন। ওইদিন মধুখালিতে তিনি দলের বিশেষ বর্ধিত সভাসহ দুইটি দলীয় অনুষ্ঠানে অংশ নেন। এরপর বিকালের দিকে তিনি ঢাকায় চলে যান। ৪ আগস্ট পর্যন্ত তার সর্বশেষ অবস্থান ঢাকায় ছিল বলে জানা গেছে।

ফরিদপুর-২ আসনের শাহদাব আকবর লাবু চৌধুরী গত ২ আগস্ট নিজ নির্বাচনি এলাকা নগরকান্দায় একদিনের সফরে এসেছিলেন। ওইদিন সকাল থেকে নগরকান্দায় তিনটি রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নেন তিনি। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে তিনি নগরকান্দা বাজারে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে নগরকান্দা বাজারের বিভিন্ন সড়কে নেতাকর্মীদের নিয়ে ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য’র বিরুদ্ধে মশাল মিছিল করেন। পরে রাত ৮টার দিকেই ঢাকার ধানমন্ডির বাসায় ফিরে যান। এরপর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন গতমাসের শুরুর দিকে সিঙ্গাপুর সফরে যান। সেখান থেকে গত ২৪ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে সরাসরি নিজ নির্বাচনি এলাকা ভাঙ্গায় আসেন। মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামের বাসিন্দা নিক্সন চৌধুরী ২০১৪ সালে ভাঙ্গায় সংসদ নির্বাচনের মাত্র ১৯ দিন আগে আসেন। সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। নিক্সন চৌধুরী সর্বশেষ গত ৩১ জুলাই নিজ নির্বাচনি এলাকা ভাঙ্গায় এসেছিলেন। পর দিন ১ আগস্ট তিনি ঢাকায় ফিরে যান। এরপর থেকে তিনিও আত্মগোপনে রয়েছেন।

প্রসঙ্গত, ফরিদপুরের চারটি সংসদীয় আসনের চার এমপির মধ্যে ব্যতিক্রম ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র এমপি আব্দুল কাদের ওরফে একে আজাদ। তিনি বর্তমানে ঢাকাতেই আছেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। সর্বশেষ মঙ্গলবার রাতে বঙ্গভবনে গার্মেন্টস শিল্প ও ব্যবসায়ী সেক্টরের নিরাপত্তা নিয়ে কথা বলতে রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্বেচ্ছাসেবী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

নিক্সনসহ ফরিদপুরের তিন এমপি আত্মগোপনে

আপডেট সময় ১১:০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর ফরিদপুরের চারটি আসনের সংসদ সদস্যের (এমপি) মধ্যে নিক্সনসহ তিনটি আসনের এমপিরা আত্মগোপনে রয়েছেন। শুধুমাত্র ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র এমপি ও ব্যবসায়ী নেতা একে আজাদ দেশেই অবস্থান করছেন বলে জানা গেছে। বাকি তিন এমপির কোনো খোঁজ মিলছে না।

আত্মগোপনে যাওয়া সদ্য সাবেক তিন সংসদ সদস্য হলেন, ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালি-আলফাডাঙ্গা) আসনের এমপি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের এমপি শাহদাব আকবর লাবু চৌধুরী ও ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

আব্দুর রহমান শেখ হাসিনা সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছিলেন। পাশাপাশি তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। শাহদাব আকবর লাবু চৌধুরী প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে। আর মজিবুর রহমান চৌধুরী নিক্সন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছোট ছেলে।

আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফরিদপুর-১ আসনের আব্দুর রহমান এখন কোথায় আছেন কেউ জানেন না। তার ঘনিষ্ঠজনরাও তার অবস্থান সম্পর্কে কিছু বলতে পারছেন না। সর্বশেষ গত ৩ আগস্ট তিনি নিজ নির্বাচনি এলাকা মধুখালিতে এসেছিলেন। ওইদিন মধুখালিতে তিনি দলের বিশেষ বর্ধিত সভাসহ দুইটি দলীয় অনুষ্ঠানে অংশ নেন। এরপর বিকালের দিকে তিনি ঢাকায় চলে যান। ৪ আগস্ট পর্যন্ত তার সর্বশেষ অবস্থান ঢাকায় ছিল বলে জানা গেছে।

ফরিদপুর-২ আসনের শাহদাব আকবর লাবু চৌধুরী গত ২ আগস্ট নিজ নির্বাচনি এলাকা নগরকান্দায় একদিনের সফরে এসেছিলেন। ওইদিন সকাল থেকে নগরকান্দায় তিনটি রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নেন তিনি। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে তিনি নগরকান্দা বাজারে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে নগরকান্দা বাজারের বিভিন্ন সড়কে নেতাকর্মীদের নিয়ে ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য’র বিরুদ্ধে মশাল মিছিল করেন। পরে রাত ৮টার দিকেই ঢাকার ধানমন্ডির বাসায় ফিরে যান। এরপর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন গতমাসের শুরুর দিকে সিঙ্গাপুর সফরে যান। সেখান থেকে গত ২৪ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে সরাসরি নিজ নির্বাচনি এলাকা ভাঙ্গায় আসেন। মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামের বাসিন্দা নিক্সন চৌধুরী ২০১৪ সালে ভাঙ্গায় সংসদ নির্বাচনের মাত্র ১৯ দিন আগে আসেন। সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। নিক্সন চৌধুরী সর্বশেষ গত ৩১ জুলাই নিজ নির্বাচনি এলাকা ভাঙ্গায় এসেছিলেন। পর দিন ১ আগস্ট তিনি ঢাকায় ফিরে যান। এরপর থেকে তিনিও আত্মগোপনে রয়েছেন।

প্রসঙ্গত, ফরিদপুরের চারটি সংসদীয় আসনের চার এমপির মধ্যে ব্যতিক্রম ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র এমপি আব্দুল কাদের ওরফে একে আজাদ। তিনি বর্তমানে ঢাকাতেই আছেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। সর্বশেষ মঙ্গলবার রাতে বঙ্গভবনে গার্মেন্টস শিল্প ও ব্যবসায়ী সেক্টরের নিরাপত্তা নিয়ে কথা বলতে রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন।