কুমিল্লার চান্দিনায় শেখ হাসিনার পদত্যাগ, পালিয়ে যাওয়া এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি উপলক্ষে বিশাল আনন্দ মিছিল বের করে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (৭ আগস্ট) বিকেলে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে উপজেলা বিএনপি’র আহ্বায়ক আতিকুল আলম শাওন এর নেতৃত্বে মিছিলটি বের হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ঘুরে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতায় কোন প্রকার উচ্ছৃঙ্খলতা, সংখ্যালঘুদের উপর কেউ যেন কোন প্রকার হামলা না করে সেদিকে খেয়াল রাখতে সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মো. আতিকুল আলম শাওন।
এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা পৌর বিএনপি’র আহবায়ক এবিএম সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী আরশাদ, পৌর বিএনপি’র সদস্য সচিব ও সাবেক মেয়র শাহ-মোহাম্মদ আলমগীর খাঁন, যুগ্ম-আহবায়ক হারুনুর রশিদ, সাবেক কাউন্সিলর শহীদুজ্জামান সরকার, পৌর কাউন্সিলর মো. কামাল হোসেন, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম খোকন,
উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক
ইসমাইল_হোসেন,
উপজেলা যুবদল আহবায়ক মাওলানা আবুল খায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি, পৌর যুবদল আহবায়ক হাজী নুরুল ইসলাম মুন্সী, যুবদল নেতা ফরহাদ করিম, মনির খান, আবু তাহের টিটু, উপজেলা ছাত্রদল আহ্বায়ক শরীফ খান, পৌর ছাত্রদল আহ্বায়ক মাহাবুবুল আলম দোলন, সদস্য সচিব হানিফ মুন্সী, পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ফারুক খান, সদস্য সচিব ইকরামুজ্জামান শান্ত, উপজেলা কৃষকদল আহ্বায়ক মো. মফিজুল ইসলাম, উপজেলা শ্রমিকদল আহ্বায়ক আবুল খায়ের, পৌর শ্রমিকদল আহ্বায়ক আলাউদ্দিন প্রমুখ। এসময় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।