ভোলার বোরহানউদ্দিনের আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
রবিবার সকাল ১০টায় উপজেলার আলিয়া মাদ্রাসা পড়ুয়া একদল আন্দোলনকারী বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার সামনে জড়ো হয়ে এই বিক্ষোভ মিছিল শুরু করে।
এসময় আন্দোলনকারীদের কেন্দ্র ঘোষিত এক দফার দাবীতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ করে আন্দোলনকারীরা।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বোরহানউদ্দিন উপজেলা আলিয়া মাদ্রাসার সমন্বয়ক সামীম তার বক্তব্যে বলেন, আমাদের ১দফা আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। অন্যদিকে বোরহানউদ্দিন আওয়ামী লীগের নেতৃবৃন্দ পার্টি অফিসের সামনে থেকে একটি মিছিল বেড় করে হাওলাদার মার্কেটে জড়ো হন। এইসময় বলেন-বিএনপি, জামাত ছাত্র আন্দোলনকারীদের উপর ভর করে জ্বালাও পোড়ায় চালালে আমরা তা প্রতিহত করবো এবং ভোলা-২ আসনের এমপি মুকুল ভাইয়ের সৈনিকেরা মাঠে আছি।
এসময় বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ জাব্বারুল ইসলাম কে সঙ্গীয় ফোর্স নিয়ে সতর্কঅবস্থানে থাকতে দেখা যায়। শান্তিপূর্ণ বিক্ষোভ ও সমাবেশ করতে দেয়ায় উপস্থিত আন্দোলনকারীরা বোরহানউদ্দিন থানা পুলিশকে ধন্যবাদ জানান।