দেশের চলমান নাজুক পরিস্থিতিতে ভাঙ্গুড়া থানার ওসিসহ ৮ পুলিশ কর্মকর্তা বদলি হয়েছেন। একসঙ্গে ৮ কর্মকর্তা বদলি বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে। তবে কেনো একসঙ্গে ৮ জন কর্মকর্তা বদলি করা হলো তার সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি।
তবে থানায় কর্মরত একাধিক সদস্য মনে করেন স্থানীয় রাজনীতির সঙ্গে অতি সখ্য, অনিয়ম, ঘুস আটক বাণিজ্য ছাড়াও নানা অভিযোগই বদলির কারণ।
জানা যায়, বদলি হওয়া ৮ জনের মধ্যে রয়েছেন ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক সহকারী উপ-পরিদর্শক আজাবুল ইসলাম ডিএসবির উপ-পরিদর্শক শহিদুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক আমির হামজা, সহকারী উপ-পরিদর্শক সায়েদুল ইসলাম, উপ-পরিদর্শক শহিদুল ইসলাম, উপ-পরিদর্শক আব্দুল হাই মোত্তালেব ও উপ-পরিদর্শক আকরামু ইসলাম। এদের মধ্যে ওসি নাজমুল হককে ডিআইজি রংপুর রেঞ্চের কার্যালয়ে ও বাকিদের সিলেট, বান্দরবন ও রাঙ্গামাটিতে বদলি করা হয়েছে।
বিষয়টি পাবনা জেলা পুলিশের সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আব্দুল আহাদ যুগান্তরকে জানান, পুলিশ হেডকোয়ার্টার থেকে এই সংক্রান্ত নথি আসায় তিনি বিষয়টি অবগত আছেন।