ঝিনাইদহে গণপদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা। শুক্রবার শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। এর আগে জুমার নামাজ শেষে আন্দোলনকারীরা ছোট ছোট দলে স্থানীয় কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা।
আন্দোলনকারীরা শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের শহিদ মিনার এলাকায় সমাবেশে মিলিত হন। সমাবেশে বক্তারা বলেন, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেত্রী শারমিন সুলতানা, তানভির হাসান ও হুসাইন বক্তব্য রাখেন। সমাবেশে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়া মিলনসহ বেশ কয়েকজন আইনজীবী সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।
সমন্বয়ক শারমিন সুলতানা বলেন, আমরা ৯ দফা দাবিতে যৌক্তিক আন্দোলন করছি। আমাদের ভাই-বোনদের ওপর যেভাবে গুলি করা হয়েছে তা সম্পূর্ণ অগণতান্ত্রিক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সেই সঙ্গে যারা এ ঘৃণ্য ও ন্যক্কারজনক কাজ করেছে তাদের দ্রুত শাস্তি দিতে হবে।
সকাল থেকেই শহরে প্রবেশ পথগুলোতে কড়াকড়ি অবস্থান নেয় পুলিশ। জেলা শহরের গুরুত্বপূর্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।