সিলেটের জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপি এম’র নির্দেশে এসআই / মোঃআশরাফুল আলম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগিতায় বুধবার (৩১ জুলাই) রাত ১১.২০ মিনিটের জৈন্তাপুর থানাধীন ০২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্গত মুক্তাপুর সাকিনস্থ চাঙ্গিল ব্রীজের পশ্চিম পাশে সিলেট তামাবিল মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশী কালে আসামী ১।
নাজিম আহমেদ(২৫) পিতা-মোহাম্মদ আলী , সাং-ডুপি, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট এর হেফাজত হইতে একটি ডিআই পিকআপসহ ৩৫ (পয়ত্রিশ)বস্তা ভারতীয় চিনি উদ্ধার পূর্বক আসামীকে নিজ হেফাজতে নেন। ভারতীয় চিনির সর্বমোট মূল্য ১,৭১,৫০০/- (এক লক্ষ একাত্তর হাজার পাঁচ শত টাকা)।অপরদিকে (১ আগস্ট) রাত ৩.৩০ মিনিটে ১নং নিজপাট ইউনিয়ন অন্তর্গত চৈলাখেল সাকিনস্থ পারভেজ স্টোন ক্রাশার এর সামনে সিলেট তামাবিল মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশী কালে আসামী ১।
মনিরুজ্জামান সোহাগ (৩০) পিতা- ইকবাল হোসেন , সাং- নিজপাট দর্জিহাটি, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট এর হেফাজত হইতে একটি সাদা প্রাইভেট কারসহ ১২ (বার) বস্তা ভারতীয় চিনি উদ্ধার পূর্বক আসামীকে নিজ হেফাজতে নেন। ভারতীয় চিনির সর্বমোট মূল্য- ৫৮,৮০০/- (আটান্ন হাজার আটশত টাকা)।পরবর্তীতে পৃথক দুটি ঘটনায় আলাদাভাবে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানার মামলা নং-০১ এবং মামলা নং-০২,তারিখ-বৃহস্পতিবার (১ আগস্ট) ধারা- 25B(1)(b) The Special Powers Act, 1974 রুজু করতঃ আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম (পিপিএম) জানান,ডি আই পিক-আপ, প্রাইভেট কার ৪৭ বস্তা ভারতীয় চিনিসহ আটক দুই জনকে গ্রেফাতার করে মামলা দায়ের পূর্বক বিজ্ঞআদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।