গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেটের গোয়াইনঘাটে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় ঔষধের চালান,প্রাইভেটকারসহ ২জনকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
বুধববার (৩১ জুলাই) বিকেলে থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএমের দিক নির্দেশনায় এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা গোয়াইনঘাট তিতারাইস্হ গোয়াইনঘাট ফিলিং স্টেশন সম্মুখ থেকে এই বিপুল পরিমাণ ঔষধ চালান,ঔষধ বহনকারী প্রাইভেটকার ও ২ অপরাধীদের গ্রেফতার করা হয়েছে।
উদ্ধারকৃত ঔষধের মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার মিডিয়া ফোকাল অফিসার এসআই আজিজুর রহমান। এ ঘটনায় ধৃত অপরাধীরা হলো সুনামগঞ্জ জেলার সদর উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুস শেখের ছেলে খলিল শেখ খলিল মিয়া (৪১), ছাতক উপজেলার বাগবাড়ি গ্রামের জামিল মিয়ার ছেলে রবিউল ইসলাম রবিন (২৩)। এদিকে গোয়াইনঘাট থানা পুলিশ কর্তৃক প্রাইভেটকারসহ ভারতীয় ঔষধের এই চালান আটকের ঘটনায় গোয়াইনঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে ধৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০১। তারিখ ০১/০৮/২০২৪ ইং।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম বলেন, চোরাচালান, মাদকসহ সব সামাজিক অপরাধ প্রবনতাহ্রাস কল্পে আমাদের গোয়াইনঘাট থানা পুলিশ জিরো ট্রলারেন্স ঘোষণা করে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। চলমান সেই প্রক্রিয়ার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এবার আমদানী নিষিদ্ধ ভারতীয় ঔষধ চালানসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। গোয়াইনঘাট থানা এলাকায় সব ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত আছে।