ভোলার- বোরহানউদ্দিন উপজেলার টবগী ৩ নং ওয়ার্ডে মৎস্য খামারি মো.আলমগীরের মাছের ঘেরে বিষ ঢেলে মাছ মারার অভিযোগ পাওয়া গেছে। এতে মৎস্য খামারির প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। পক্ষিয়া ৩ নং ওয়ার্ডের মানিক ফরাজীর ছেলে নূরউদ্দিন ওরফে হেজুর বিরুদ্ধে এই অভিযোগ করেন।
মো.আলমগীর অভিযোগ করে বলেন, উল্লেখিতরা আমার মাছের ঘেরে গত মঙ্গলবার ১৬ জুলাই রাত ১১ টার দিকে বিষের ট্যাবলেট দেয়। বুধবার সকাল থেকে দিনভর পুকুরের মাছ মারা যায়। এতে ২ টি মাছের ঘেরের প্রায় ৫ লক্ষ টাকার মাছ মারা যায়।
এ ঘটনায় মৎস্য খামারি মো. আলমগীর বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সালাউদ্দিন নামে এক ব্যক্তি জানান – আমি নিয়মিত খামারে পূর্ব পাশের খালে বেঘ জাল বসিয়ে মাছ ধরি, প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার রাতে খালে জাল ফেলে বসে থাকি,এই অবস্থায় মানিক ফরাজির ছেলে নূরউদ্দিনকে ঘেরের পাশ দিয়ে যাইতে দেখি, পরে দিন সকালে ঘেরের মালিক আলমগীর আমাকে ডেকে জিজ্ঞেস করলে আমি নূরউদ্দিনকে দেখতে পাই, সেটা তাকে বলি।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ জাব্বারুল ইসলাম জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।