`ভরবো মাসে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ“ এই স্লোগানকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন করা হয়। বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো:তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম স্বপন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, সমাজ সেবা অফিসার আবু কাউসার,গোয়াইনঘাট থানার মিডিয়া অফিসার আজিজুর রহমান ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্যচাষী ও মৎস্যজীবিরা। আলোচনা সভায় বক্তারা জানান, আমরা মাছে ও ভাতে বাঙালি। সুতরাং, মাছ চাষ করে আমাদের চাহিদা পূরণ করতে হবে।
এদিকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তিকরণ, বর্ণাঢ্য সড়ক র্যালি ও ভিডিও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।