রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্র ও ২০৬ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর স্পেশাল এ্যাকশন গ্রুপ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ সুজন হাওলাদার, রুমা বেগম ও মোঃ আব্দুল্লাহ হাওলাদার।
অভিযানে নেতৃত্ব দেওয়া সিটিটিসির এন্টি ইললিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিমের সহকারী পুলিশ কমিশনার ওবাইন পিপিএম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে জানা যায় ওয়ারীর বলধা গার্ডেন এলাকায় কতিপয় ব্যক্তির মধ্যে অবৈধ অস্ত্র-গুলি হস্তান্তর হবে। এমন তথ্যের ভিত্তিতে রবিবার (১৪ জুলাই ২০২৪ খ্রি.) রাত সাড়ে আটটায় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে সুজন, রুমা বেগম, আব্দুল্লাহ নামের তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১টি রিভলবার, ১টি পিস্তল ও ২০৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির ওয়ারী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।