সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং বাজার পুরাতন বাস স্ট্যান্ডের পাবলিক যাত্রী ছাউনির জায়গায় থেকে অবৈধভাবে গড়ে উঠা দোকান অপসারণ করে দখলমুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুলাই) এসব অপসারণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম।
প্রশাসন জানায়, যাত্রী ছাউনিতে অবৈধ দোকান অপসারণ করে তাৎক্ষণিকভাবে জনস্বার্থে যাত্রীদের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং জনকল্যাণে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে যাত্রী ছাউনির আধুনিকায়ন করা হবে। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যাত্রী ছাউনিতে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে।
এদিকে জাফলং বাস স্ট্যান্ড সংলগ্ন জায়গার জলাবদ্ধতা নিরসনে ও জনদুর্ভোগ লাঘবে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করার নিমিত্ত সরেজমিনে পরিদর্শন করেছেন ইউএনও মো. তৌহিদুল ইসলাম।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম জানান, গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে থানা পুলিশের সহায়তায় জনস্বার্থে দীর্ঘদিনের ভোগান্তি জাফলং যাত্রী ছাউনি কে অপদখল মুক্ত করা হয়েছে। উপজেলা প্রশাসন যাত্রী ছাউনির আধুনিকায়ন করে ছাউনিতে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে।