২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে পা রেখেছে কলম্বিয়া। নিজেদের দলকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ছেলেকে নিয়ে হাজির হয়েছিলেন দেশটির ফুটবল প্রধান রামোন হেসুরুন। সেখানে এসে ব্যাপক বিশৃঙ্খলার মুখে পড়েন তিনি। মাঠে ঢুকতে বেগ পেতে হওয়ায় তর্কে জড়ান নিরাপত্তারক্ষীদের সঙ্গে। এক পর্যায়ে হাতাহাতিও হয় তাদের। যার ফলে তাকে ও তার ছেলে রামোন হামিলকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মায়ামি পুলিশ।
মায়ামি-ডেইড পুলিশের ডিটেকটিভ আন্দ্রে মার্টিনের ভাষ্য অনুযায়ী, কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন হেসুরুন ও তার ছেলে রামোন হামিল হেসুরুনকে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। দুজনের বিরুদ্ধেই ম্যাচের দিন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়ানোর অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, স্টেডিয়ামে প্রবেশ করার পথে টানেলে দেরি হওয়ায় ‘বিরক্ত হয়ে’ নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্কে জড়ান দু’জন। তর্কের এক পর্যায়ে এক নিরাপত্তারক্ষী হেসুরুনকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। যা সহ্য না করতে পেরে ওই নিরাপত্তারক্ষীকে ঘাড় ধরে নিচে ফেলে দিয়ে দুটি ঘুষি মারেন তিনি। ওই ঘটনায় মাঝরাতে আটক করা হয় দুজনকে।
শুধু তাই নয় এদিন ম্যাচের আগে টিকিট ছাড়ায় খেলা দেখতে ঢুকার চেষ্টা করলে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। অনেকে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে স্টেডিয়ামে ঢুকার চেষ্টা করেন। যার ফলে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ২০ মিনিট পর শুরু হয় খেলা। যেখানে অবশ্য ১-০ গোলে হারতে হয়েছে কলম্বিয়াকে। টানা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। আর এমন ম্যাচে বিশৃঙ্খলায় জড়ানোয় পুলিশের হাতে আটক হয়েছেন ২৫ সমর্থক। বেশ কয়েকজন হতাহতও হয়েছেন।