ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রাদ্ধানুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবি, দুই নারীর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়ইউন্দ গ্রামের শংকর তালুকদারের শ্রাদ্ধানুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবে দুই নারী মারা গেছেন। রোববার দুপুর ১টার দিকে উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়ইউন্দর গোড়াডোবা হাওড়ে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই নারী হলেন- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কুলপতাক গ্রামের সুনিল সরকারের স্ত্রী উজ্জ্বলা সরকার (৫৮) ও সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বিশারা গ্রামের রানা সরকারের স্ত্রী জলি সরকার (৫০)।

জানা গেছে, শুক্রবার কলমাকান্দা উপজেলার বড়ইউন্দ গ্রামের গৌর শংকর তালুকদারের শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে স্বজনরা আসেন। অনুষ্ঠান শেষে রোববার বেলা ১১টার দিকে ৩০-৩৫ জন স্বজন একটি ইঞ্জিনচালিত নৌকা করে মধ্যনগরের উদ্দেশে রওনা দেন। পথে গোড়াডোবা হাওড়ে নৌকাটির তলায় ছিদ্র হয়ে পানি ওঠে নৌকাটি ডুবে যায়। এ সময় ওই পথ দিয়ে যাওয়া অন্য একটি নৌকা এগিয়ে গিয়ে যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালায়। এ সময় কয়েকজনকে উদ্ধার করে নৌকায় তুলেন। আবার কয়েকজন সাঁতার কেটে তীরে উঠেন।

উজ্জ্বলা সরকার ও জলি সরকার নৌকার ভেতর থেকে বের হতে পারেননি। পরে তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন বলেন, নৌকাডুবিতে মারা যাওয়া দুই নারীর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রাদ্ধানুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবি, দুই নারীর মৃত্যু

আপডেট সময় ১২:১৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়ইউন্দ গ্রামের শংকর তালুকদারের শ্রাদ্ধানুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবে দুই নারী মারা গেছেন। রোববার দুপুর ১টার দিকে উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়ইউন্দর গোড়াডোবা হাওড়ে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই নারী হলেন- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কুলপতাক গ্রামের সুনিল সরকারের স্ত্রী উজ্জ্বলা সরকার (৫৮) ও সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বিশারা গ্রামের রানা সরকারের স্ত্রী জলি সরকার (৫০)।

জানা গেছে, শুক্রবার কলমাকান্দা উপজেলার বড়ইউন্দ গ্রামের গৌর শংকর তালুকদারের শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে স্বজনরা আসেন। অনুষ্ঠান শেষে রোববার বেলা ১১টার দিকে ৩০-৩৫ জন স্বজন একটি ইঞ্জিনচালিত নৌকা করে মধ্যনগরের উদ্দেশে রওনা দেন। পথে গোড়াডোবা হাওড়ে নৌকাটির তলায় ছিদ্র হয়ে পানি ওঠে নৌকাটি ডুবে যায়। এ সময় ওই পথ দিয়ে যাওয়া অন্য একটি নৌকা এগিয়ে গিয়ে যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালায়। এ সময় কয়েকজনকে উদ্ধার করে নৌকায় তুলেন। আবার কয়েকজন সাঁতার কেটে তীরে উঠেন।

উজ্জ্বলা সরকার ও জলি সরকার নৌকার ভেতর থেকে বের হতে পারেননি। পরে তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন বলেন, নৌকাডুবিতে মারা যাওয়া দুই নারীর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।