মাদকের এই করালগাসে দিনদিন যুব সমাজ অধঃপতনের দিকে নামতেছে। তেমন একটি ঘটনার সূত্র পেয়ে মাদকের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করার জন্য ১১/০৭/২০২৪ ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৬:৩০ ঘটিকার সময় কালুরঘাট এলাকায় যায়। ডিপি বাংলা নিউজের ফটো সাংবাদিক মোঃ রিদুওয়ান(২৮) ও দৈনিক প্রতিদিনের খবর এর রিপোর্টার মোঃ নাঈম উদ্দিন (৩২)। তারা মাদক ব্যবসায়ীরাদের অপ কাজে চিহ্নিত করতে সক্ষম হয়, ডিপি বাংলা নিউজ, দৈনিক প্রতিদিনের খবর কর্মরত সাংবাদিকরা, মাদক ব্যবসায়ে,বাধা সৃষ্টি করলে তাদের মধ্যে অনেক বাকদ্বন্দ্ব সৃষ্টি হয়।
এমন কি সাংবাদিকদের মৃত্যুর হুমকি প্রদান করেন। ঘটনাস্থলে মাদক ব্যবসায়ীরা একজোট হয়ে হামলা করতে চাইলে, তারা সেইস্থান ত্যাগ করে। রিদুওয়ানের পরিবার গণমাধ্যম কর্মীদেরকে বলে,আমার ছেলে ও আমার ছেলের বন্ধু মাদকের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করার জন্য ১১/০৭/২০২৪ইং তারিখ সন্ধ্যা অানুমানিক ০৬:৩০ মিনিটের সময় কালুরঘাট এলাকায় যায়। আমার ছেলে ও তাহার বন্ধু কালুরঘাট হইতে শহরে আসার পথে একই তারিখ রাত অনুমান ০৮:০০ ঘটিকার সময় ঘটনাস্থল চান্দগাঁও থানাধীন কালুরঘাট পাঠানা পাড়া গণি কোম্পানীর বাড়ীর সামনে রাস্তার উপর পৌঁছিলে বর্ণিত বিবাদীরা সহ অজ্ঞাতনামা বিবাদীরা মোবাইল চোর, চাঁদাবাজ বলিয়া আমার ছেলে ও আমার ছেলের বন্ধুর পথ গতিরোধ করে, বে-আইনী জনতাবদ্ধে বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হইয়া আমার ছেলে মোহাম্মদ রিদুওয়ান (২৮) ও আমার ছেলের বন্ধু মোঃ নাঈম উদ্দিন (৩২)’কে
এলোপাতারিভাবে মারধর করিয়া রক্তাক্ত শরীরের বিভিন্ন অংশে নীলাফুলা জখম করে। বিবাদীরা ছুরি দিয়ে আঘাত করিলে আমার ছেলে ও তাহার বন্ধু প্রাণ রক্ষাতে ঘটনাস্থলে পাশ্ববর্তী একটি ফার্মেসীতে প্রবেশ করিলে বিবাদীরা আমার ছেলে ও তাহার বন্ধুকে টানা হেছড়া করিয়া ফার্মেসী হইতে বাহির করিয়া মারধর করতে করতে ব্যাটারী চালিত অটোরিক্সায় যোগে নির্জনস্থানে নিয়ে যায়। সেখানে আমার ছেলে ও আমার ছেলের বন্ধুর পরিবারে কল করিয়া ২,০০,০০০/- টাকা আনিয়া দিতে বলে। ঘটনার বিষয়টি সাংবাদিকগন জানতে পারে বিবাদীরা বাচার জন্য একটি মহিলা পাশে দাঁড় করাইয়া ভিডিও ধারণ করে এবং জোর পূর্বক ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়। ঘটনার একপর্যায়ে ২ ও ৩নং বিবাদীর সহায়তায় ০১নং বিবাদী আমার ছেলের প্যান্টের পকেটে থাকা নগদ ৪২,০০০/- (বিয়াল্লিশ হাজার) টাকা নিয়ে ফেলে। অজ্ঞাতনামা বিবাদীদের সহায়তায় ৩নং বিবাদী দুইটি ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইল ফোন, মূল্য অনুমান ৪২,০০০/- (বিয়াল্লিশ হাজার) নিয়া ফেলে। বিবাদীরা আমার ছেলে ও আমার ছেলের বন্ধুর পেশাগত সাংবাদিক আইডি কার্ড সহ একটি ডিসকভার মোটর সাইকেল, যাহার রেজিঃ নং-চট্টমেট্রো-হ-১৮-৪১৫১, মূল্য অনুমান ১,৫০,০০০/- (একলক্ষ পঞ্চাশ হাজার) টাকা ও গাড়ীর যাবতীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইন্সে নিয়ে ফেলে। বিবাদীগণ কর্তৃক ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি প্রদান
করেবএকটি ব্যাটারী চালিত অটোরিক্সায় যোগে শহরের দিকে পাঠিয়ে দেয়। সংবাদ পাইয়া সাংবাদিক ও আমার পরিবারের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেলে কর্তব্যরত ডাক্তার আমার ছেলে মোহাম্মদ রিদুওয়ান (২৮)’কে রেজিঃ নং-২২৩৫৫৬, তারিখ- ১১/০৭/২০২৪ইং মূলে ০২নং ওয়ার্ডে ভর্তি প্রদান করেন এবং আমার ছেলের বন্ধু মোঃ নাইম উদ্দিন (৩২) ‘কে রেজিঃ নং-২২৩৫৩৩, তারিখ-১১/০৭/২০২৪ইং মূলে ০২নং ওয়ার্ডে ভর্তি প্রদান করেন। বর্তমানে আমার ছেলে ও আমার ছেলের বন্ধু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। সংবাদ পাইয়া আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হইয়া আমার ছেলে ও আমার ছেলের বন্ধুর নিকট হইতে ঘটনার বিস্তারিত অবগত হই। ঘটনার বিষয়ে আমার পরিবারের আত্মীয় স্বজন সহ আমার ছেলের বন্ধু মোঃ নাইম উদ্দিন (৩২) এর পরিবারের সহিত আলাপ আলোচনা করিয়া বিবাদীদের বিরুদ্ধে, ২২৪০৯/২০২৪ অফিসার ইনচার্জ, চান্দগাঁও থানা
সি.এম.পি, চট্টগ্রাম বরাবর এজাহার দায়ের করি।