ঢাকা ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পূর্বাচলে প্লট দুর্নীতি: হাসিনা-পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা পুড়ে যাওয়া তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এলাকা পরিদর্শন জামায়াতের মদনে আ.লীগ নেতাসহ ২৮ নেতাকর্মী জেলহাজতে নির্মাণসামগ্রী না কেনায় শিক্ষককে ছাত্রদল নেতার পিটুনির প্রতিবাদ আগামী নির্বাচনকে এযাবৎকালের সেরা ও ঐতিহাসিক করতে চাই: প্রধান উপদেষ্টা জয় বাংলা স্লোগান নয়, কিশোর গ্রুপের বিরোধে দুই হত্যাকাণ্ড বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহার দাবি জামায়াতের কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবক দল সভাপতির বিরুদ্ধে মার্কেট দখলের অভিযোগ চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কসপ গেট এলাকা থেকে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ ফরিদপুরে সড়কে ঝরল চার প্রাণ, আহত ৩০

ট্রাকের নিচে চাপা পড়া দুই শিশুকে উদ্ধার

নওগাঁর নিয়ামতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই একটি ট্রাক সড়কের পাশে খাদে উল্টে গেলে তাতে চাপা পড়ে দুই শিশু। সংবাদ পেয়ে ছুটে আসেন নাচোল উপজেলা ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টায় উল্টে যাওয়া ট্রাকের নিচে মাটি কেটে শিশু দুটিকে উদ্ধার করে আনেন তারা। এরপর তাদের নিয়ে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশু দুজনই সুস্থ আছে বলে জানান, নাচোল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমদাদুল হক।

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যার পূর্বে নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের নাচোল-আড্ডা সড়কের টগরইল গ্রামে এ ঘটনা ঘটে।

বেঁচে যাওয়া শিশুরা হলো, টগরইল গ্রামের সুমনের ছেলে হিমেল (১০) ও রুহুল আমীনের ছেলে আসাদুল (০৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টগরইল গ্রামের ওই ঘটনাস্থলে একই বয়সী শিশু দুটি একটি দোকানের বেঞ্চে বসে খেলা করছিল। এমন সময় নাচোলের দিক থেকে আসা ধান বোঝায় একটি ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থিত দোকান ঘর ভেঙ্গে ঢুকে পড়ে এবং দোকানে সামনে বাঁশের মাচাং এ বসে থাকা শিশুদের চাপা দিয়ে পাশের খাদে উল্টে যায়। এমন ঘটনায় স্থানীয়রা ছুটে এসে দেখতে পান শিশু দুটির বুক থেকে পায়ের অংশ চাপা পড়ে রয়েছে ট্রাকের নিচে। শুধু মাথা দেখা যাচ্ছিল তাদের। এমন পরিস্থিতিতে খবর দেন ফায়ার সার্ভিসকে। পরে ফায়ারসার্ভিস এসে দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় শিশুদের উদ্ধার করেন।

এসময় সড়কের উভয় পাশে সৃষ্টি হয় বিশাল যানজটের। পরে নাচোল ও নিয়ামতপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক করেন।

নিয়ামতপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ আল মাহমুদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। উদ্ধারকৃত শিশুরা সুস্থ রয়েছে।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বাচলে প্লট দুর্নীতি: হাসিনা-পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

ট্রাকের নিচে চাপা পড়া দুই শিশুকে উদ্ধার

আপডেট সময় ১২:১৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

নওগাঁর নিয়ামতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই একটি ট্রাক সড়কের পাশে খাদে উল্টে গেলে তাতে চাপা পড়ে দুই শিশু। সংবাদ পেয়ে ছুটে আসেন নাচোল উপজেলা ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টায় উল্টে যাওয়া ট্রাকের নিচে মাটি কেটে শিশু দুটিকে উদ্ধার করে আনেন তারা। এরপর তাদের নিয়ে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশু দুজনই সুস্থ আছে বলে জানান, নাচোল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমদাদুল হক।

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যার পূর্বে নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের নাচোল-আড্ডা সড়কের টগরইল গ্রামে এ ঘটনা ঘটে।

বেঁচে যাওয়া শিশুরা হলো, টগরইল গ্রামের সুমনের ছেলে হিমেল (১০) ও রুহুল আমীনের ছেলে আসাদুল (০৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টগরইল গ্রামের ওই ঘটনাস্থলে একই বয়সী শিশু দুটি একটি দোকানের বেঞ্চে বসে খেলা করছিল। এমন সময় নাচোলের দিক থেকে আসা ধান বোঝায় একটি ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থিত দোকান ঘর ভেঙ্গে ঢুকে পড়ে এবং দোকানে সামনে বাঁশের মাচাং এ বসে থাকা শিশুদের চাপা দিয়ে পাশের খাদে উল্টে যায়। এমন ঘটনায় স্থানীয়রা ছুটে এসে দেখতে পান শিশু দুটির বুক থেকে পায়ের অংশ চাপা পড়ে রয়েছে ট্রাকের নিচে। শুধু মাথা দেখা যাচ্ছিল তাদের। এমন পরিস্থিতিতে খবর দেন ফায়ার সার্ভিসকে। পরে ফায়ারসার্ভিস এসে দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় শিশুদের উদ্ধার করেন।

এসময় সড়কের উভয় পাশে সৃষ্টি হয় বিশাল যানজটের। পরে নাচোল ও নিয়ামতপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক করেন।

নিয়ামতপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ আল মাহমুদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। উদ্ধারকৃত শিশুরা সুস্থ রয়েছে।