জমি নিয়ে বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে বৃহস্পতিাবর সকালে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষের হামলায় মো. সাজ্জাদ হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের কমপক্ষে নয়জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চর আলীমাবাদ গ্রামের হারুন হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের কালু হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় মো. সাজ্জাদ হোসেন নামে এক যুবক নিহত ও উভয়পক্ষের কমপক্ষে নয়জন আহত হন।
আহতরা হলেন- আসাদ হাওলাদার, মনির হাওলাদার, খলিল হাওলাদার, জাহানারা বেগম, কালু হাওলাদার, স্বপন হাওলাদারসহ নয়জন।
কালকিনি থানার এসআই মাহামুদ হাসান বলেন, দুপক্ষের মাঝে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।