উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে দেওয়ানগঞ্জে সৃষ্ট বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির চাপে চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ী ব্রিজের অ্যাপোচ সড়ক বুধবার দুপুরে ধসে যায়। ধসে যাওয়ায় দুর্ভোগে পড়ছেন চিকাজানী ইউনিয়নের ৫টি ওয়ার্ডের লোকজন।
উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের গুজিমারী, বালুগ্রাম, কেল্লাকাটা, সাকোয়াপাড়া, রামপুরাসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে উচ্চ বিদ্যালয় ও রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২টি আশ্রয়ণ কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়ণ কেন্দ্রে চুকাইবাড়ী গুচ্ছগ্রামের ১৩৭টি পরিবার আশ্রয় নিয়েছে। ভারি বৃষ্টিপাতের কারণে দেওয়ানগঞ্জ-তারাটিয়া প্রধান সড়কের বাহাদুরাবাদ সর্দারপাড়া সড়ক ধসে যাওয়ায় ২ দিন ধরে ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীতে ২৪ ঘণ্টায় ৬২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।
চিকাজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোলাবাড়ী ব্রিজের অ্যাপোচ সড়ক ধসে যাওয়ায় খোলাবাড়ীর সঙ্গে দেওয়ানগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, অস্থায়ী আশ্রয় কেন্দ্রে মানুষদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হবে এবং সর্দারপাড়ায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত কাজ চলছে।