মাদকসেবন করে বাড়িঘরে অগ্নিসংযোগ করার সময় সাজ্জাদ হোসেন (২৩) নামে এক যুবককে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা জরিমানা করে কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দগদগা গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকাসক্ত যুবককে এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত যুবক সাজ্জাদ হোসেন উপজেলার দগদগা গ্রামের অধিবাসী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই যুবক মাদকসেবন করে এলাকায় নিপীড়ন-নির্যাতনসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। বৃহস্পতিবার ভোরে মাদকসেবন করে বাড়িঘরের মধ্যে আগুন লাগানোর চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে। এ ঘটনার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক দণ্ড প্রদানের পর কারাগারে পাঠানো হয়েছে।