ভোলা সদর থানায় দায়েরকৃত আলোচিত ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামী মো. মিরাজ হোসেন ওরফে এস আই জসিম (৩৬) কে অভিযান চালিয়ে আটক করে র্যাব-৮, সিপিএসসি বরিশালের ভোলা ক্যাম্পের সদস্যরা
মঙ্গলবার( ২৪ ডিসেম্বর ২০২৪) দুপুর দেড়টার টার দিকে ক্যাম্প কমান্ডার,লেঃ মোঃ শাহরিয়ার রিফাত অভি জানান মিরাজ হোসেন ওরফে এস আই জসিম ভোলা সদর থানার আলোচিত ধর্ষণ মামলা, মামলা নং-২১, তারিখ- ১৩/০৯/২০২৪ ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ ( সংশোধিত/২০২০) এর ৯(১) এর এজাহারনামীয় একমাত্র পলাতক আসামী,সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হতে বর্নীত আসামী কে গ্রেফতারের নিমিত্তে অধিযাচন পত্র প্রাপ্তির পর আসামীর অবস্থান সনাক্তপূর্বক ভোলা র্যাব ক্যাম্প, সিপিএসসি, র্যাব-৮, বরিশাল এর একটি চৌকস আভিযানিক দল কর্তৃক অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুর ১ টার দিকে বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার এলাকা থেকে সুস্থ অবস্থায় গ্রেফতার করা হয়৷
গ্রেফতারকৃত মিরাজ ওরফে এস আই জসিম তজুমদ্দিন উপজেলার উত্তর গোলকপুর ৩নং ওয়ার্ডের মৃত আলী মাতাব্বর এর ছেলে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের উদ্দেশ্যে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।