আজ ২৩ শে জুন’বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। সংকট, সংগ্রাম ও অর্জনে গণমানুষের পাশে আওয়ামী লীগের ৭৫ বছর ‘৫২-এর ভাষা আন্দোলন, ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুবের সামরিক শাসন-বিরোধী আন্দোলন, ৬৪-এর দাঙ্গার পর সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, ৬৬-এর ছয় দফা আন্দোলন ও ৬৯-এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন এবং বাংলার মানুষের অধিকার আদায়ে সংগ্রাম শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ।
রোববার (২৩ জুন) ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দুপুর ৩ টায় প্লাটিনাম জয়ন্তী কেক কাটা হয়। উপস্থিত ছিলেন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ সারোয়ার মোর্শেদ কচি ও ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে যুবলীগের সভাপতি আবদুল ওয়াজেদ খান রাজিব প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কালে। উপস্থিত ছিলেন ওয়ার্ড , আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ ও মহিলালীগ ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বিকেল ৩:৩০ মিনিটে নেতৃবৃন্দদেরকে নিয়ে নানা কর্মসূচীর মধ্য দিয়ে চট্টগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। নগরীর লালদীঘি ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নগরীর ১৫টি থানা ৪৩টি ওয়ার্ড থেকে ব্যানার, ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা উপস্থিত হন। সমাবেশে বক্তারা বলেন, দেশের যতো অর্জন সব এসেছে আওয়ামী লীগের হাত ধরে। কিন্তু এ সরকারকে হঠাতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন। আগামী নির্বাচনে আবারো আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে দলের নেতা কর্মীদের জনগণের সাথে সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। পরে সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।