ঢাকা রাজধানীর আফতাবনগর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মো. মোসলেহ উদ্দিন বাবলু পণ্ডিত সভাপতি ও জহুরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৮ জানুয়ারি ২০২৫) সন্ধ্যা ৭টায় দক্ষিণ বনশ্রী এলাকার আমাজন রেস্টুরেন্টে অনুষ্ঠিত জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মো. আবুল হাসিম, সহসভাপতি মো. মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন ও মোহাম্মদ ইমরান খান, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রাসেল, দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, কোষাধ্যক্ষ মো. কবির হোসেন, প্রচার সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ, মহিলাবিষয়ক সম্পাদিকা সোনিয়া হক, সদস্য হিসেবে রয়েছেন মাহমুদুল আলম খান ও রাকিব হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ব্যবসায়ী ও সমাজসেবক ইকবাল খান জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক মো. মনিরুজ্জামান।
এ ছাড়া সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটির সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।