সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রোববার (২৩ জুন) নানা আয়োজন কর্মসূচীতে উপজেলা আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়,উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকাল ১১টার দিকে শহরে বর্নাঢ্য শোভাযাত্রা,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শফিকুল ইসলাম,আরো উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফয়সাল কাদের রুমি,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সস্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি,পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম প্রমুখ