চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের শেহালা কলোনি মোড়ে ( ভাটার পাসে) আজ ৩ দিন যাবৎ খোলা জায়গায় পড়ে আছে কোরবানির বর্জ্য । দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ।
অসচেতন কিছু মানুষ কোরবানি করা পশুর বর্জ্য রাস্তার পাশে খোলা জায়গায় ফেলে রাখার ফলে পথচারীরা নাকমুখ চেপে যাতায়াত করছে।
এলাকার মানুষের দাবী অতিদ্রুত এসব পশুর বর্জ্য রাস্তা ও ড্রেন থেকে অপসারণ করা হোক, না হলে আরো দুর্গন্ধের কারনে এলাকার দোকানপাট বন্ধ করে রাখতে হবে।
সরজমিন বৃহস্পতিবার (২০ জুন) বিকালে শেহালা কলোনি মোড়ে গেলে দোকানদাররা ঈদের ৩ দিন পরেও এসব বর্জ্য অপসারণ না করায় ক্ষোভ প্রকাশ করে। স্থানীয় কাউন্সিলর কে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানান।