রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে ইউক্রেন থেকে বহু ভারতীয় শিক্ষার্থীকে দেশে ফিরে আসতে হয়। এদের বেশিরভাগই ছিলেন মেডিকেল শিক্ষার্থী।
লেখাপড়ার মাঝপথে ফিরতে বাধ্য হওয়া এ শিক্ষার্থীদের ইউক্রেনে বড় রকমের খরচও করতে হয়েছে। আবার এখন তাদের ভবিষ্যতও পড়েছে অনিশ্চয়তায়। এই শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে এবার রাশিয়া। ইউক্রেন থেকে মাঝপথে দেশে ফেরা শিক্ষার্থীদের এ বার পড়াশোনার সুযোগ দেওয়ার কথা ঘোষণা করেছে দেশটি।
ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ওলেগ আদিভ বলেছেন, ইউক্রেন থেকে যে ভারতীয় শিক্ষার্থীদের ভারতে ফিরে আসতে হয়েছে পড়াশোনা ছেড়ে, তাদের সুযোগ দিতে প্রস্তুত রাশিয়া। ইউক্রেন ও রাশিয়ায় মেডিকেল পড়াশোনার সিলেবাস অনেকটাই একরকম। তাই শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না।
তিনি আরও বলেন, এ ছাড়া ইউক্রেনের বেশিরভাগ মানুষ রুশ ভাষায় কথা বলেন, তাই ভাষার সমস্যাও হবে না। সে কারণে তারা রাশিয়ায় নিশ্চিন্তে তাদের অসমাপ্ত মেডিকেল কোর্স শেষ করতে পারেন। তাদের রাশিয়ায় স্বাগত।