‘শ্রমিক-মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে মহান মে দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১লা মে) গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবন কার্যালয় থেকে শ্রমিকদের এক বর্ণাঢ্য র্যালি বের হয়। শ্রমিকদের অংশ নেওয়া র্যালি গোয়াইনঘাট থানা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা হলরুমে মহান মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম।
গোয়াইনঘাট নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়ন সভাপতি সাদেক হোসেনের সঞ্চালনায় ও ট্রাক-পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট থানার পুলিশ পরিদর্শক মো. মেহেদী হাসান সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা ও ১২ নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন।
এছাড়া শ্রমিক নেতাদের মধ্যে বক্তব্য দেন ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শরিফ হোসেন, ট্রাক-পিকআপ শ্রমিক সমিতির সভাপতি নজরুল ইসলাম, হোটেল শ্রমিক ইউনিয়ন সেক্রেটারি আব্দুন নুর, বালু-পাথর শ্রমজীবী ট্রেড ইউনিয়ন সভাপতি মাহবুব আলম ও সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন গোয়াইনঘাট বাইপাস শাখা সভাপতি আলা উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, হাঙ্গরের সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।
র্যালিতে বিভিন্ন দাবি-দাওয়ার উপর লাল রঙের ব্যানারে ক্যাপ ও রঙিন টি-শার্ট পরে অংশ নেন শ্রমিকবৃন্দ।