“শ্রমিক-মালিক একতা উন্নয়নের নিশ্চয়তা” মহান মে দিবসের এ প্রতিপাদ্যেকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা মটর মেকানিক ইউনিয়নের আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৫ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের স্বরুপনগর, সিসিডিবি মোড়ে নিজ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মটর মেকানিক ইউনিয়নের সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে, আলোচনা সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক জিয়ারুল ইসলাম জিয়া, সহ সিনিয়র সভাপতি সানাউল্লাহ হক, সহ-সভাপতি ইনসান আলী যুগ্ন সাধারণ সম্পাদক শাহিন আলী সহ অন্যান্যরা।
এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক মনিরুল হক, দপ্তর সম্পাদক সাজদার আলী, প্রচার সম্পাদক হাসিনুর রহমান কার্যকারী সদস্য আব্দুল করিম, রাকিবুল ইসলাম শাহজাহান আলী, শ্রী বিমল দাস সহ সাধারণ শ্রমিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে মহান মে দিবসকে সফল ও সার্থক করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের স্বরুপনগর, সিসিডিবি মোড় এলাকা প্রদক্ষিণ করে একটি র্যালী বের হয়।