বিশ্বসেরা অলরাউন্ডার এবং বাংলাদেশ টি-টোয়েন্টি-টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে শুভেচ্ছা দূত হিসেবে আর না রাখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এখন পর্যন্ত দুদকের শুভেচ্ছা দূত হিসেবেই আছেন সাকিব। তবে এ বিষয়ে তার সঙ্গে আর চুক্তি নবায়ন করা হবে না বলে জানিয়েছেন দুদকের অনুসন্ধান বিভাগের কমিশনার ড. মোজাম্মেল হক খান।
মোজাম্মেল হক খান সম্প্রতি সাংবাদিকদের বলেন, চুক্তি অনুযায়ী ক্রিকেটার সাকিব আল হাসান এখনো দুদকের শুভেচ্ছা দূত হলেও সেটি আর রাখা হবে না। চুক্তিটি নবায়নও করা হবে না। সাকিবকে শুভেচ্ছা দূত না রাখার কারণ হিসেবে তিনি বলেন, সাকিব এখন মাঠের বাইরে নানান কর্মকাণ্ডে বিতর্কিত।
কোনো বিতর্কিত মানুষের সঙ্গে দুদক কখনো নিজেকে জড়াতে চায় না। তাই সাকিবকে শুভেচ্ছা দূত হিসেবে দুদক আর ব্যবহার করবে না। অবশ্য বারবার অভিযোগ এবং তদন্তে নাম এলেও সাকিব আল হাসানকে এখনো শুভেচ্ছা দূত হিসেবে রেখেছে বিএসইসি।